Hoogly Blood Donation

হুগলীতে দুই শিবিরে রক্ত দিলেন ১৮৩ শ্রমিক

জেলা

বিজয়কৃষ্ণ মোদক ট্রাস্টি ভবনে রক্তদান শিবিরের শুরুতে সভায় বলছেন দেবব্রত ঘোষ। ছবি: অভীক ঘোষ

মঙ্গলবার হুগলী জেলায় দুই রক্তদান শিবিরে মোট ১৮৩ জন রক্ত দিলেন। দুই শিবিরই সংগঠিত করেছে সিআইটিইউ।  
‘রক্ত দিয়ে রাখবো মোরা বিদ্যুতের অধিকার’- এই আহবানে মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ওয়ার্কমেন্স ইউনিয়ন ও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক কর্মী ইউনিয়নের (সিআইটিইউ) হুগলী জেলা কমিটির যৌথ উদ্যোগে রক্তদান শিবির হয়।  
হুগলীর বালির মোড় বিজয় কৃষ্ণ মোদক ট্রাস্টি ভবনে পশ্চিমবঙ্গ সরকারের প্রয়াত প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী প্রবীর সেনগুপ্তের প্রয়াণ দিবসে হয়েছে এই রক্তদান শিবির। শিবির উদ্বোধন করেন সারা ভারত বিদ্যুৎ কর্মচারী আন্দোলনের নেতা প্রশান্ত নন্দী চৌধুরী। স্বাগত ভাষণ দেন সুভাষ প্রামাণিক ও গৌতম পালিত।  অভিনন্দন জানান সিপিআই(এম) জেলা সম্পাদক দেবব্রত ঘোষ। 
বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক কর্মী ইউনিয়নের রাজ্য সভাপতি সোমনাথ ভট্টাচার্য, হুগলী লোকসভা কেন্দ্রের সিপিআই(এম ) প্রার্থী মনোদীপ ঘোষ, সিআইটিইউ হুগলী জেলা সাধারণ সম্পাদক তীর্থঙ্কর রায় ও মিতালি কুমার। সভাপতিত্ব করেন স্বপন দে ও সন্দীপ নাথ। 
বিদ্যুতের বেসরকারিকরণ এবং ‘স্মার্ট মিটার’ বসিয়ে চড়া মাশুল আদায়ের নীতির প্রতিবাদে লড়াইয়ে শামিল বিদ্যুৎকর্মীরাও। 
শিবিরে মোট ৫৭ জন রক্ত দেন। শিবিরে দুই শতাধিক বিদ্যুৎ কর্মী ও সাধারণ মানুষ  উপস্থিত ছিলেন।
অপর রক্তদান শিবির হয় কুন্তিঘাটে কেশোরাম রেয়নের শ্রমিক কর্মচারীদের উদ্যোগে। ১২৬ জন রক্ত দিয়েছেন এই শিবিরে। এখানেও অংশ নেন মনোদীপ ঘোষ।

Comments :0

Login to leave a comment