Patta Tea Jalpaiguri

বসবাসের সব জমির পাট্টা চেয়ে চা শ্রমিকদের বিশাল মিছিল জলপাইগুড়িতে

জেলা

জলপাইগুড়িতে বিএলআরও দপ্তর মিছিল চা শ্রমিক সংগঠন সমূহের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরামের।

পাট্টা বিলির নামে চলছে চা বাগান দখল। কয়েক পুরুষ ধরে চা বাগানের জমিতে বাস করে আসা শ্রমিকদের ন্যূনতম ৫ ডেসিমেল জমির পাট্টা দিয়ে সরকার চাইছে চা বাগানের অব্যবহৃত জমি বেসরকারি হাতে তুলে দিতে।
অবিলম্বে এই ব্যবস্থা বন্ধের দাবিতে জলপাইগুড়িতে বৃহস্পতিবার চা শ্রমিকদের জয়েন্ট ফোরামের ডাকে বিশাল মিছিল করে বিএলআরও দপ্তরের স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতৃবৃন্দ। 
চা শ্রমিকদের বসতবাড়ি ও তাঁদের বসবাসের সমস্ত জমির পাট্টা প্রদান ও ন্যূনতম মজুরি দেওয়ার দাবিতে নেতাজীপারা থেকে মিছিলটি শুরু হয় জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। 
চা শ্রমিক সংগঠন সমূহের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরামের সদস্যরা দাবি করেন শ্রমিকদের ন্যূনতম মজুরি হাজিরা বৃদ্ধি, পাট্টা দিতে হবে। দাবি না মেলা পর্যন্ত লড়াই চলবে।
জয়েন্ট ফোরামের আহ্বায়ক জিয়াউল আলম বলেন, ‘‘সরকার চা শ্রমিকদের জমি ভিক্ষে দিচ্ছে না। তাঁরা কয়েক পুরুষ ধরে এই জমিতে বসবাস করছেন। চা বাগান জঙ্গল যদি  রক্ষা না করতেন এ সমস্ত জায়গা থাকত না।’’
আলম বলেন, ‘‘কেন্দ্রের মোদী সরকার যে রকম মণিপুরে জাতি দাঙ্গা লাগিয়ে গরিব মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে লুট করতে চাইছে সে ভাবে দার্জিলিংয়ের পাহাড় কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে তৃণমূল সরকার। সেই লক্ষ্যেই লিজ হোল্ড জমিকে ফ্রি হোল্ড করছে সরকার।’’ 
জয়েন্ট ফোরামের অন্তর্গত বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন চা বাগানের শ্রমিকরা বিরাট সংখ্যায় আজকের মিছিলে পা মেলান কর্মসূচিতে উপস্থিত জয়েন্ট ফোরামের অন্যান্য নেতৃবৃন্দের সাথে ছিলেন বর্ষীয়ান চা শ্রমিক নেতৃত্ব কমল কৃষ্ণ ব্যানার্জি।

Comments :0

Login to leave a comment