Madhusudan Dutta

মধুসূদন দত্তকে স্মরণ

জেলা

বৃহস্পতিবার রানিগঞ্জে মুক্ত চিন্তার অগ্রদূত কবি নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত'র দ্বিশত জন্মবর্ষ উদযাপন করা হয়। রানিগঞ্জ রামবাগানে মাইকেল মধুসূদন দত্ত'র পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে এই অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ।  মাইকেল মধুসূদন দত্তর মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘর পশ্চিম বর্ধমান জেলা কমিটির যুগ্ম সম্পাদক অনুপ মিত্র,  বিশিষ্ট চিকিৎসক ডা. সজল চ্যাটার্জি সহ বিশিষ্টরা। মাইকেল মধুসূদনের জীবনের ওপর আলোচনা করতে গিয়ে আয়োজকেরা বলেন,  সমস্ত কূপমুন্ডকতাকে বর্জন করে আধুনিক মুক্ত মনের মানুষ হতে চেয়েছিলেন মধুসূদন। তিনি ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ আর ব্যক্তি চেতনার বিকাশ ঘটাতে চেয়েছিলেন। মাইকেল মধুসূদন দত্ত শুধু একজন একজন শ্রেষ্ঠ কবি ও নাট্যকারই নন তিনি ভারতীয় সাহিত্যকে বিশ্ব সাহিত্যের অঙ্গনে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। সমস্ত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি মানুষের কথা তার কাব্যে নাটকে লিখে গেছেন। দেশপ্রেম আর স্বাধীনতার কথাও তার সাহিত্যে প্রবলভাবে উচ্চারিত হয়েছে।

Comments :0

Login to leave a comment