Motorcycle Accident

দুর্ঘটনায় মৃত্যু দুই বাইক আরোহীর

জেলা

সোমবার সকালে ৬০ নম্বর জাতীয় সড়কে চাকদোলার মোড়ে এক বেপরোয়া ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল দুই মোটরসাইকেল আরোহীর। মৃতের নাম দয়াময় সূত্রধর(৬২) ও কালোসোনা দাস(৫৪)। তাঁরা জামুড়িয়া থানার কেন্দা এলাকার বাসিন্দা। ঘটনাটি ঘটে জামুরিয়া থানা এলাকার চাকদোলা মোড়ের কাছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রানিগঞ্জ অভিমুখে মোটরসাইকেলটি জাতীয় সড়ক ধরে যখন চাকদোলা মোড়ের কাছে পৌঁছায় সেই মুহূর্তে বেপরোয়া গতির একটি ট্রাক এসে পেছন থেকে তাদের বাইকে ধাক্কা মারে এবং বাইকটি ছিটকে ট্রাকের নিচে পড়ে যায় মোটরসাইকেল আরোহীরা। ট্রাকের গতি অতি দ্রুত থাকায় মোটর বাইকটিকে প্রায় ১০০ মিটার টেনে নিয়ে যায় ঘাতক ট্রাক। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় মানুষেরা জানান, চাকদোলা মোড়ের কাছে দুর্ঘটনা এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েক দফায় দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তাদের দাবি, এই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে হবে।
 

Comments :0

Login to leave a comment