Israel Syria

ইজরায়েল-সিরিয়ার সংঘর্ষ বিরতি, বলছে আমেরিকা

আন্তর্জাতিক

ইজরায়েল এবং সিরিয়া সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে বলে দাবি করল আমেরিকা। তুরস্কে মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়ায় বিশেষ দূত টম বারাক সোশাল মিডিয়ায় সংঘর্ষ বিরতির ঘোষণা করেছেন।
বারাক পোস্টে লিখেছেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল সারা আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর মধ্যস্থতায় সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছেন। 
চলতি সপ্তাহেই ইজারয়েলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে সিরিয়া। রাজধানী দামাস্কাসের পাশাপাশি সিরিয়ার দক্ষিণ অংশেও ইজরায়েল বিমানহানা চালিয়েছে। ইজরায়েলের বক্তব্য, সংখ্যালঘু সিরিয়ান ড্রুজ সম্প্রদায়কে রক্ষার জন্য বিমানহানা চালানো হয়।
সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল সারা বা আবু মহম্মদ আল জুলানি অতীতে আল কায়েদা এবং আইসিস, দুই সন্ত্রাসবাদী সংগঠনেরই সশস্ত্র বাহিনীতে যুক্ত ছিলেন। তাঁর বাহিনী সিরিয়ায় ক্ষমতা থেকে সরিয়েছে আসাদ আল বাসারকে। এই পর্বে ইজরায়েল এবং আমেরিকার মদত পেয়েছেন এই সন্ত্রাসবাদী।

সিরিয়ার সুয়েরায় সশস্ত্র সংঘাত বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। কয়েক হাজার বাসিন্দাকে ঘর ছাড়তে হয়েছে বলে জানাচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যম। আন্তর্জাতিক পরিযান সংগঠন জানিয়েছে অন্তত ৮০ হাজার ঘরছাড়া। 
বেদুইন যোদ্ধারা দামাস্কাস থেকে ড্রুজ প্রধান এলাকায় যাচ্ছে। সংবাদমাধ্যমে তাদের নেতাদের বক্তব্য, ড্রুজ নেতা শেখ হিকমতকে মদত দিচ্ছে ইজরায়েল। এরা ইজরায়েলের দখলদারিকে সমর্থন করছে। সুওয়াদায় হামলা চালানে আমাদের উদ্দেশ্য নয়। আমাদের যু্দ্ধ ইজরায়েলের অনুগামী অংশের ড্রুজদের বিপক্ষে।

Comments :0

Login to leave a comment