Uttar Dinajpur

দুই প্রসূতির মৃত্যু, সাসপেন্ড ইসলামপুরের নার্সিং হোম

জেলা

Uttar Dinajpur

নার্সিং হোমের পরিকাঠামো সঠিক না থাকার কারণে দুই প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। এই অভিযোগেই ইসলামপুরের রামগঞ্জের একটি নার্সিং হোমকে এক মাসের জন্য সাসপেন্ড করল জেলা স্বাস্থ্য দপ্তর। নার্সিং হোমে ভর্তি থাকা রোগীদের ১২ ঘণ্টার  মধ্যে ইসলামপুর মহকুমা হাসপাতালে সরিয়ে দেবার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশের পরই বৃহস্পতিবার নার্সিং হোম পরিদর্শনে গিয়েছিলেন ইসলামপুরের মহকুমার ডেপুটি ম্যাজস্ট্রেট অনুরাধা লামা। স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশে বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দারা। তাদের দাবি ,স্বাস্থ্য দপ্তরের নিয়ম মেনে নার্সিং চালু থাকলে এলাকার মানুষ উপকৃত হবেন। আগামী একমাস পর নার্সিং হোমের পরিকাঠামো খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর।তারপরই তার সাসপেশন প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে স্বাস্থ্য দফতর তরফ থেকে লিখিত নির্দেশিকায় জানানো হয়েছে।


স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, চলতি বছরে আগষ্ট মাসে রঙ্গিলা খাতুন এবং রুবিনা খাতুন নামে দুই প্রসূতি মাকে ইসলামপুরের রামগঞ্জের ওই নার্সিং হোমে ভর্তি হন। নার্সিং হোমে চিকিৎসার পরও প্রসূতির অবস্থার অবনতি হওয়ায় তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।সেখানেই দুই প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। গত ২৬ সেপ্টম্বর উত্তর দিনাজপুরের স্বাস্থ্য দফতর জেলা শাসকের পৌরহিত্যে মাসিক বৈঠকে বিষয় নিয়ে আলোচনা হয়।সেই বৈঠক নার্সিং হোমটিকে এক মাসের জন্য সাসপেন্ড করা সিদ্ধান্ত নেওয়া হয়।নার্সিং হোমে ভর্তি থাকা রোগীদের বৃহস্পতিবারের মধ্যে সরিয়ে দেবার নির্দেশ দেওয়া হয়। এদিন সকালেই নার্সিং হোম পরিদর্শনে যান ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের  আধিকারিক অনুরাধা লামা।তিনি নার্সিং হোমে ভর্তি থাকা রোগীদের এদিনের মধ্যে সরিয়ে দেবার নির্দেশ দিয়েছেন। নার্সিং কর্তৃপক্ষ আজকের মধ্যে রোগীদের সরিয়ে না দিলে শুক্রবার প্রশাসনিকভাবে তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে সরিয়ে দেবে। স্বাস্থ্য দফতরের এই নির্দেশ স্থানীয় বাসিন্দারা বিপাকে পড়েছেন। এ বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ মুখে এসেছেন।

Comments :0

Login to leave a comment