হাওড়া জেলা পরিষদ অভিযান করল ডিওয়াইএফআই। বুধবার যুবদের মিছিল জেলা পরিষদের সামনে আটকে দেয় পুলিশ। ডিওয়াইএফআই কর্মীরা দাবিতে অনড়ই থেকেছেন।
একশো দিনের কাজে দুর্নীতি, আবাস দুর্নীতির প্রতিবাদে হয়েছে এই মিছিল। শূন্যপদে স্বচ্ছ নিয়োগের দাবি জানিয়েছে ডিওয়াইএফআই। আহবান জানিয়েছে লুটেরাদের সরিয়ে জনগণের পঞ্চায়েত গড়ারও।
                        
                        
মেট্রো পরিষেবা হাওড়া ময়দান থেকে চালু করারও দাবি তুলেছে ডিওয়াইএফআই’র মিছিল।
মিছিলে রয়েছেন ডিওয়াইএফআই’র রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সহ রাজ্য ও জেলার নেতৃবৃন্দ।
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0