General Election 2024

দুপুর ৩টে পর্যন্ত ৫৫.২৫% ভোট দেশে, রাজ্যে ৬০.৬০

জাতীয় লোকসভা ২০২৪

২০২৪ সালের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে আজ ২৬ এপ্রিল সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ শেষ হওয়ার কথা।
দুপুর ১.০০ টা পর্যন্ত প্রাপ্ত নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ত্রিপুরার একক আসনে ৫৪ শতাংশের বেশি ভোট পড়েছে, যেখানে মহারাষ্ট্রের আটটি আসনে সর্বনিম্ন ভোটদানের হার ৩১.৭৭ শতাংশ। 
কেরালা, রাজস্থান ও ত্রিপুরার সমস্ত আসনের পাশাপাশি কর্ণাটক ও আউটার মণিপুরের ২৮টি আসনের মধ্যে ১৪টি আসনে আজ ভোট হচ্ছে।
উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে ৮টি করে আসন, মধ্যপ্রদেশ ৭টি, আসাম ও বিহার ৫টি করে, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের তিনটি এবং জম্মু ও কাশ্মীরে একটি করে আসন রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ পর্যন্ত ১৩টি রাজ্যে ভোট পড়েছে।

ত্রিপুরা- ৬৮.৯২ শতাংশ

মণিপুর- ৬৮.৪৮ শতাংশ

ছত্তিশগড়- ৬৩.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ - ৬০.৬০ শতাংশ

আসাম – ৬০.৩২ শতাংশ

জম্মু ও কাশ্মীর - ৫৭.৭৬ শতাংশ

রাজস্থান- ৫০.২৭ শতাংশ

কেরালা- ৫১.৬৪ শতাংশ

মধ্যপ্রদেশ – ৪৬.৫০ শতাংশ

কর্ণাটক - ৫০.৯৩ শতাংশ

উত্তরপ্রদেশ – ৪৪.১৩ শতাংশ

বিহার- ৪৪.২৪ শতাংশ

মহারাষ্ট্র- ৪৩.০১ শতাংশ

Comments :0

Login to leave a comment