Dadasaheb Phalke Award 2023

দাদাসাহেব ফালকে পেতে চলেছেন ওয়াহিদা রেহমান

জাতীয়

প্রবীণ বলিউড অভিনেত্রী ওয়াহিদা রেহমানকে এই বছরের ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে সর্বোচ্চ স্বীকৃতি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হবে, মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, ‘‘ওয়াহিদা রেহমানজিকে ভারতীয় চলচ্চিত্রে তার অসাধারণ অবদানের জন্য এই বছর মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়র্ড দিয়ে ভূষিত করা হচ্ছে তা ঘোষণা করে আমি অত্যন্ত আনন্দ ও সম্মান অনুভব করছি।’’

৮৫ বছর বয়সী রেহমান ১৯৫৫ সালের তেলেগু চলচ্চিত্র ‘‘রোজুলু মারায়ি’’ এবং ‘‘জয়সিমহা’’ দিয়ে তার অভিনয় জীবনে আত্মপ্রকাশ করেন। তিনি তার হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন ‘‘সিআইডি’’ দিয়ে, ১৯৫৬ সালের দেব আনন্দের সাথে। পাঁচ দশকেরও বেশি কর্মজীবনে, কিংবদন্তি অভিনেত্রী বিভিন্ন ভাষায় ৯০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি ‘‘রেশমা ও শেরা’’ (১৯৭১) চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তিনি ইতিমধ্যে পদ্মশ্রী এবং পদ্মভূষণও পেয়েছেন।

Comments :0

Login to leave a comment