চা বলয়ে ফের চিতাবাঘের আতঙ্ক। বাড়ির উঠানে আগুন পোহানোর সময় চিতাবাঘের হামলায় গুরুতর জখম হলো এক শিশু। বুধবার সন্ধ্যায় বানারহাটের কলাবাড়ি চা বাগানের ডায়না লাইনে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জখম শিশুর নাম প্রতিক ওঁরাও (৫)। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাড়কাঁপানো ঠান্ডায় বুধবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির উঠানে বসে আগুন পোহাচ্ছিল শিশুটি। সেই সময় অন্ধকার চিরে জঙ্গল থেকে একটি চিতাবাঘ অতর্কিতে বেরিয়ে এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। বন্যপ্রাণীটি শিশুটির ঘাড়ে কামড় বসিয়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিবারের সদস্যদের চিৎকার ও রুখে দাঁড়ানোর চেষ্টায় চিতাবাঘটি শিশুটিকে ছেড়ে দিয়ে পাশের চা বাগানের ঝোপে আত্মগোপন করে।
রক্তাক্ত অবস্থায় প্রতিককে উদ্ধার করে প্রথমে বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান বনদফতরের কর্মীরা। গরুমারা বন বিভাগের এডিএফও রাজীব দে জানান, বন্যপ্রাণীর হামলার খবর পাওয়ার পর থেকেই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আগে থেকেই ওই এলাকায় টহল চলছিল, এখন থেকে তা আরও জোরদার করা হবে। তবে এই ঘটনার পর চা বাগান বস্তি এলাকায় নতুন করে আতঙ্ক দানা বেঁধেছে। সন্ধ্যার পর ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছেন শ্রমিকরা।
leopard attack
বানারহাটে চিতাবাঘের হানায় জখম শিশু
×
Comments :0