Mahishadal Rape

বিশেষভাবে সক্ষম যুবতীকে ধর্ষণের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

রাজ্য

Mahishadal Rape



মূক ও বধির প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে মহিষাদল থানা এলাকায়। অভিযুক্ত যুবকের নাম গোপাল দাস। এলাকার বিজেপির বুথ সভাপতি বলেই জানা গেছে। নির্যাতিতা ওই যুবতীর পরিবার সূত্রে জানা গেছে যুবতী মূক ও বধির। যুবতীর বৌদি জানান, ‘‘আমার শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে ছিল না। আমার নন্দ ও আমি প্রতিদিন দুপুরবেলা খাওয়া-দাওয়ার পর বিড়ি বাঁধার কাজ করি। সেইমতো বুধবারও দুপুরে বিড়ি বাঁধার কাজ করছিলাম। কিছু সময় পর আমার প্রতিবন্ধী ননদ জানায় সে সামনের ব্যাঙ্কে টাকা তুলতে যাবে। ও প্রতিবন্ধী ভাতা পায়। সেই মতোই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি বাড়ির মধ্যেই ছিলাম বিকালে এলাকার লোকজন বাড়িতে এসে ডাকাডাকি করে, আমি বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখি আমার ননদকে নিয়ে এলাকার লোকজন দাঁড়িয়ে আছে। তারা জানায় ওর সঙ্গে আপত্তিকর অবস্থায় এলাকার গোপাল দাসকে দেখতে পায়। আমার ননদকে ধর্ষণ করা হয়েছে বলে এলাকার লোকজন আমাকে বলে। সঙ্গে সঙ্গে আমি আমার শ্বশুর শাশুড়িকে ফোনে বিষয়টা জানাই।’’ 


নির্যাতিতার বাবা বলেন ‘‘আমরা নন্দীগ্রাম গিয়েছিলাম। বৌমার ফোন পেয়ে ফিরে আসি।  আমি পুলিশে অভিযোগ করেছি অভিযুক্ত যেন কঠোর শাস্তি পায়।’’
প্রত্যক্ষদর্শী এক এলাকাবাসী বলেন, ‘‘বুধবার বিকালে প্রতিবন্ধী ওই মেয়েটিকে একা পেয়ে বাড়ির কিছুটা দূরে ধর্ষণ করে গোপাল দাস। এই ব্যক্তি বিজেপির বুথ সভাপতি। কিছুদিন আগে পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় বিজেপির নেতৃত্ব দিয়েছে।’’ 


স্থানীয়রা অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছে। মহিষাদল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে নির্যাতিতার পরিবার থেকে। মহিষাদল থানার ওসি বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নির্যাতিতা ওই যুবতীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আদালতে গোপন জবানবন্দি নেওয়া হবে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই বিজেপি নেতা পলাতক। 


এই ঘটনায় বিজেপি নেতা প্রদীপ দাস অবশ্য তৃণমূলের ষড়যন্ত্রই দেখছেন। তাঁর বক্তব্য এই অনেকদিন পরে এই এলাকায় বিজেপি জয়লাভ করেছে তাই হয়তো ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। 
এই ঘটনা প্রসঙ্গে সিপিআই(এম) নেতা শান্তনু দাস বলেন, যত দ্রুত সম্ভব সঠিক তদন্ত করে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে হবে। বিজেপির নেতারা পরিস্কার ভাবে বলুন না দোষীর কঠোর শাস্তি হোক। তারা এখানে চক্রান্ত খুঁজছেন? এরাজ্যে ২০১১ সালের পর থেকে ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীও আড়াল করার চেষ্টা করেন। পার্ক স্ট্রিট তার অন্যতম উদাহরণ। আসলে তৃণমূল ও বিজেপি উভয় দল একই দোষে দুষ্ট। এমন ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানাই।

Comments :0

Login to leave a comment