PAKISTAN BLAST

ভোটের মুখে বিস্ফোরণ, পাকিস্তানে নিহত ২৮

আন্তর্জাতিক

ছবি প্রতীকী

ভোট অবাধ হবে না। বড় অংশের এমন আশঙ্কার মধ্যেই বালোচিস্তানে নিহত হলেন ২৮ জন। বুধবার জাতীয় নির্বাচনে কড়া সুরক্ষার ব্যবস্থা করার নির্দেশ দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সিকন্দর সুলতান রাজা। 
বালোচিস্তানের পিশিন এবং কিলা সাইফুল্লাহে পরপর বিস্ফোরণ হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন। বুধবার প্রথম বিস্ফোরণ হয় কোয়েটা থেকে এক ঘন্টার দূরত্বে পিশিনে। নির্দল প্রার্থী আসফন্দয়র কাকারের নির্বাচনী দপ্তরের সামনে হয় বিস্ফোরণ। এখানেই নিহত হন ১৪ জন। কিছু পরেই কিলা সাইফুল্লাহে বিস্ফোরণ হয়।
রেডিও পাকিস্তান জানিয়েছে নির্বাচন কমিশনার ফোনে বিভিন্ন প্রদেশের মুখ্য সচিবের সঙ্গে কথা বলেছেন। পুলিশ প্রধানদের সঙ্গেও কথা হয়েছে তাঁর।

Comments :0

Login to leave a comment