BOOTH CAPTURING

দেরি আসতে, চোপড়ায় লাঠি কেন্দ্রীয় বাহিনীর

জেলা লোকসভা ২০২৪

চোপড়ায় বাহিনীর টহল শুক্রবার।

বিশ্বনাথ সিংহ: রায়গঞ্জ 

ভোট শুরু হওয়ার ৮ ঘন্টা পরে নামল কেন্দ্রীয় বাহিনী। অথচ সকাল থেকে বুথ দখলের অভিযোগ জানানো হলেও দেখা মেলেনি জওয়ানদের।

ভোটের সকাল থেকে তৃণমূলের বিধায়কের কব্জায় ছিল চোপড়ার বেশ কিছু বুথ। অভিযোগের পর অভিযোগ আসছিলো বুথ দখলের জন্য জড়ো হয়েছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। 

বেলা ২টো নাগাদ চোপড়া বিধানসভার ১৭৬-১৭৭ নম্বর বুথে হঠাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা দৌড়ে এসে লাঠি চার্জ শুরু করে। ছন্নছাড়া হয়ে যান সাধারণ ভোটাররা। তৃণমূলের দুষ্কৃতীরা অবশেষে এলাকা থেকে দৌড়ে পালায়।

এদিকে ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি অঞ্চলে ৫৭ এবং ৫৮ নম্বর বুথ দখল নিয়েছে তৃণমূল। অভিযোগ জানানো হয়েছে জেলা প্রশাসনের কাছে। অথচ বুথের চারপাশে তৃণমূলের ব্লক সভাপতি-র আশ্রিত দুষ্কৃতীর দল। 

প্রসঙ্গত, এই দুই বুথেই পঞ্চায়েতের ভোটে বেলা ১২ টায় ৮৭ শতাংশ ভোট করিয়েছিলো তৃণমূল।

Comments :0

Login to leave a comment