একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার। প্রসঙ্গত, চলতি সপ্তাহে পাকিস্তানের বিরুদ্ধে নিজের ক্রিকেট ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলতে নামবেন তিনি। তার আগেই এবার একদিনের ক্রিকেট থেকেও অবসরের কথা জানিয়ে দিলেন ওয়ার্নার স্বয়ং।
বিদায়ী টেস্ট ম্যাচটি খেলার আগে পর্যন্ত মোট ১১১টি ম্যাচে, ৮৬৯৫ রান সংগ্রহ করেছেন এই ৩৭ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটার। যার মধ্যে রয়েছে ২৬টি শতরান এবং ৩৬টি অর্ধশতরান। সর্বাধিক ৩৩৫ রানের বিধ্বংসী ইনিংসও রয়েছে তাঁর দখলে। অন্যদিকে, ১৬১টি একদিনের ম্যাচে ডেভিড ওয়ার্নার করেছেন ৬৯৩২ রান। যার মধ্যে রয়েছে ২২টি শতরান এবং ৩৩টি অর্ধশতরান।
গোটা ক্রিকেটবিশ্বের কাছে ডেভিড ওয়ার্নার একজন শক্তিশালী ব্যাটসম্যান হিসেবেই পরিচিত। ওয়ার্নার জানিয়েছেন, “এখন আমার পরিবারকে সময় দেওয়া প্রয়োজন। বিশ্বকাপ জিতেছি, এটাই আমার কাছে সবথেকে বড় সাফল্য।“ সবমিলিয়ে, একদিনের ক্রিকেট এবং টেস্ট, এই দুই ফরম্যাট থেকেই ডেভিড ওয়ার্নারের অবসর নিঃসন্দেহে ক্রিকেট অনুরাগীদের জন্য খারাপ লাগার একটি বিষয়।
Comments :0