Babar Azam

পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

খেলা

পাকিস্তান জাতীয় দলের ক্যাপ্টেনের পদ থেকে সরে দাঁড়ালেন বাবর আজম। টেস্ট, ওডিআই এবং টি-২০, সমস্ত ফর্মাটের অধিনায়কত্ব ছাড়ার কথা বুধবার ঘোষণা করেছেন বাবর। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় পাকিস্তান। অধিনায়ক হিসেবে গোটা টুর্নামেন্ট জুড়েই সমালোচনার মুখে পড়েন বাবর। বিশেষজ্ঞরা মনে করছেন, বাবরের এই সিদ্ধান্ত ঘোষণা ছিল স্রেফ সময়ের অপেক্ষা।

জাতীয় দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেও, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন বাবর। এমনটাই জানিয়েছেন তিনি।

বাবরের অধিনায়কত্বেই এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় প্রথম স্থানে উঠে এসেছিল পাকিস্তান। স্বাভাবিক ভাবেই বিশ্বকাপে ভালো ফল আসা করেছিলেন পাক জনতা এবং ক্রিকেট বোর্ড। কিন্তু সেই প্রত্যাশা বাস্তবায়িত না হওয়ার ফলেই পদ হারালেন বাবর।

এদিন সোশ্যাল মিডিয়া এক্সে নিজের সিদ্ধান্ত জানিয়ে একটি পোস্ট করেন বাবর। তিনি ২০১৯ থেকে তাঁর এবং তাঁর দলের পাশে থাকার জন্য পাকিস্তান ক্রিকেটের সমর্থকদের ধন্যবাদ জানান।

Comments :0

Login to leave a comment