Dengue Death

ফের বাগদায় ডেঙ্গু আক্রন্ত হয়ে মৃত্যু

জেলা

পরিত্রাণ নেই, শীতের মুখেও প্রাণ কাড়ছে ডেঙ্গু! দক্ষিণবঙ্গের প্রায় ৬টি জেলায় দাপটের পাশাপাশি উত্তরবঙ্গেও ডেঙ্গুর প্রকোপ বেশ ভালোই রয়েছে এখনও। ফের ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বাগদার কংগ্রেস নেত্রী। মৃরের নাম মীনাক্ষী তরফদার। বাগদা থানার রামনগর এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে খবর তাঁর পরিবারের ৬ মাসের শিশুও ডেঙ্গু আক্রান্ত। এলাকায় আতঙ্ক। বাগদা স্বাস্থ্য কেন্দ্রের অনুন্নত স্বাস্থ্য পরিকাঠামোর কারণে কংগ্রেস নেতৃর মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছেন গ্রামের মানুষ। ক্ষোভের সুরে তাঁরা জানিয়েছেন, গত শনিবার জ্বর ও ঘন ঘন বমি হওয়ার কারণে বাগদা স্বাস্থ্য কেন্দ্রে তাঁকে ভর্তি হয়েছিল। এক রাত হাসপাতালে রেখে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়। এরপর মেডিসিনের বিশেষজ্ঞ  তাঁকে ডেঙ্গু পরীক্ষা করতে বলেন। তাতে রিপোর্ট পজিটিভ আসে। তাঁর শারীরিক অবস্থার খারপ হতে থাকলে তাঁকে সোমবার বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গেছে হাসপাতালে চিকিৎসাধীন অস্থায় তাঁর প্লেটলেট নামতে থাকে সেই সঙ্গে শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। বুধবার সকালে মৃত্যু হয় কংগ্রেস নেত্রীর। গ্রামের মানুষের অভিযোগ বাগদা স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক কোন জ্বর নিয়ে রোগী গেলেও তাঁকে স্থানান্তরিত করে দেওয়া হয়। জানা গেছে পরিবারের আরো এক ক্ষুদে সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আশপাশের এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
প্রশাসন উদাসীন তবে রাজ্যজুড়ে ডেঙ্গুর দাপট অব্যাহত। মানুষও ডেঙ্গু আতঙ্কে ভুগছেন প্রতিনিয়ত। এখনও বহু মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে চলেছেন প্রতিদিনই। রাজ্য স্বাস্থ্য প্রশাসনের উদাসীনতায় এবং গাফিলতিতে কার্যত সেই ছবিই ধরা পড়েছে শীতের শুরুতে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু এখনও যায়নি, উদ্বেগ এখনও রয়েছে, প্রশাসন উদাসীন থাকলে হবে না। ডেঙ্গুর বাড়বাড়ন্ত যে বর্তমানে আয়ত্তে এসে গেছে তা এখনই বলা যাবে না। প্রশাসনকে ডেঙ্গু মোকাবিলা বা প্রতিরোধে জোর দিতে হতে হবে।

Comments :0

Login to leave a comment