Deputation Baduria

স্মার্ট মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ বাদুরিয়ায়

জেলা

ছবি: বক্তব্য রাখছেন গার্গী চ্যাটার্জি।


অবিলম্বে স্মার্ট মিটার বাতিল করো। বিদ্যুৎ বন্টন বেসরকারি মালিকানায় দেওয়া চলবে না। কৃষি প্রধান বাদুড়িয়ায় কৃষকের বিদ্যুৎ সংযোগ করতে বাধ্যতা মূলক নিম্নতর ৫ হর্সপাওয়ারের মোটর ও সিকিউরিটি আদায় করা চলবে না। প্রতি মাসে মিটার রিডিং নিতে হবে। বৃহস্পতিবার এমনই ১০ দফা দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভে সামিল হলো বাদুড়িয়ার কৃষক শ্রমিক খেতমজুর সহ সমাজের অন্যান্য অংশের মানুষ। বাদুড়িয়া বাস স্টার্মিনাস সংলগ্ন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেডের বাদুড়িয়া কাস্টমার কেয়ার অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয় এদিন সকালে। দীর্ঘক্ষণ চলে অবস্থান। সারাভারত কৃষকসভা, সিআইটিইউ ও সারাভারত খেতমজুর ইউনিয়ন বাদুড়িয়া ব্লকের উদ্যোগে বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন সিআইটিইউ নেতা অনিমেষ মুখার্জি। আগামীর অশনি সঙ্কেত স্মার্ট মিটার। স্মার্ট মিটার এবং পরবর্তী প্রিপেইড স্মার্ট মিটারের সর্বনাশা ক্ষতিকর দিকগুলি সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেন সিআইটিইউ উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জি, শঙ্কর ঘোষ, কৃষক নেতা হায়দার আলী, খেতমজুর ইউনিয়নের নেতা মানিক বিশ্বাস, স্বপন রায়, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প ইউনিয়নের(সিআইটিইউ) নেতা জব্বর সরদার, যুবনেতা চন্দ্রনাথ গোস্বামী।
সভায় গার্গী চ্যাটার্জি বলেন, স্মার্ট মিটার বাতিলের দাবি নিয়ে, মজুরি বৃদ্ধি নিয়ে, ফসলের ন্যায্য দামের দাবি নিয়ে, বেকারের চাকরি নিয়ে বামপন্থীরা রাস্তায়। ডিওয়াইএফআই'র ইনসাফ যাত্রা চলছে। ৬০দিন ধরে তারা পথ হাঁটবে ৭জানুয়ারি ব্রিগেড সমাবেশ উপলক্ষে। সেখানে আওয়াজ উঠবে সাধারণ মানুষের জীবন জীবিকা নিয়ে। আমাদের রাজ্যে স্মার্ট মিটার বসানো শুরু হয়ে গেছে। সর্বনাশ জেনেও মুখ্যমন্ত্রী চুপ। কিন্তু কেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, স্মার্ট মিটার লাগাতে এলে পত্রপাঠ বিদায় করুন। বিদ্যুৎ আপনার মৌলিক অধিকার। বিদ্যুৎ দপ্তরের সাথে চুক্তিবদ্ধ হয়ে আপনি বিদ্যুৎ ব্যবহার করছেন। স্মার্ট মিটার সেই ব্যবস্থাকে ভেঙে দিয়ে উত্তরোত্তর বৃদ্ধি করবে বিদ্যুতের মূল্য। যা গরীব মানুষের হাতের নাগালের বাইরে চলে যাবে। চিরতরে ঘর অন্ধকারে ডুবে থাকবে। গরীবের ঘরে আলো জ্বলবে না পাখাও আর ঘুরবে না। বিদ্যুৎ দপ্তরের কয়েক লক্ষ কর্মচারী বেকার হয়ে যাবে। বিদ্যুতে ভর্তুকি তুলে দিয়ে বিদ্যুতের দাম বাড়িয়ে দিলে কৃষকের ফসলের উৎপাদন খরচ কয়েকগুন বেড়ে যাবে। চাল, গাল, ভোজ্য তেল, হরেক সবজির দাম আকাশ ছোঁয়া হবে। সিআইটিইউ সর্বভারতীয় সম্পাদক তপন সেন আওয়াজ তুলেছেন স্মার্ট মিটার বসাতে এলে বসাতে দেবেন না‌। সিপিআই(এম) দক্ষিণ ২৪পরগনা পার্টি দপ্তরে স্মার্ট মিটার লাগাতে দেয়নি তৎকালীন পার্টির সম্পাদক শমীক লাহিড়ী। আসুন আমরা সেই পথ অবলম্বন করি। সভায় আসা মানুষের উদ্দেশ্যে তিনি এও বলেন, মনে রাখবেন জমি -জল- জঙ্গল যেমন আমাদের অধিকার, তেমনি বিদ্যুৎ আমাদের অধিকার। স্মার্ট মিটার লাগানোর নামে পিছনের দরজা দিয়ে মোদী আপনার বিদ্যুতের অধিকার কেড়ে নিচ্ছে। বিদ্যুৎ পুরোপুরি বেসরকারিকরণ করে দেওয়ার অর্থ দেশকে পরাধীনতার দিকে ঠেলে দেওয়া। আশঙ্কা প্রকাশ করে বলেন, লোড শেডিংয়ের দিন ফিরে আসতে চলেছে। বায়োমেট্রিক পদ্ধতিতে আপনার ব্যক্তিগত তথ্য ওদের হাতে চলে যাবে। ভবিষ্যতে বিদ্যুৎ বিপর্যয় নেমে আসবে।
সভা চলাকালীন ৫ জনের প্রতিনিধিদল ১০ দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দেয় স্টেশন ম্যানেজার ব্রক্ষ্মদেব বিশ্বাসের কাছে। 
 

Comments :0

Login to leave a comment