সংবিধানে কেন্দ্র ও রাজ্যগুলির সম্পর্ক বিষয়ে নির্দিষ্ট কথা বলা রয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার সংবিধানের তোয়াক্কা করছে না। কেরালাকে তার ফল গুনতে হচ্ছে। মারাত্মক সংকট তৈরি হয়েছে রাজ্যে। তাই সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার কোট্টায়ামে সংবাদমাধ্যমের প্রশ্ন এই অবস্থান জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী এবং সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য পিনারাই বিজয়ন।
কেরালা সরকারের বাজার থেকে ঋণ নেওয়ার সীমাও নিয়ন্ত্রণ করছে কেন্দ্র। রাজ্য সরকারের একাধিক বকেয়া কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে। তবে তার জন্য প্রকল্প রূপায়ন আটকে যায়নি। কেরালায় কেন্দ্রীয় প্রকল্প ঘিরে দুর্নীতির অভিযোগ তোলার সুযোগ পায়নি কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু প্রাপ্য না মেলায় আর্থিক সঙ্কট তীব্র।
এই পরিস্থিতি ব্যাখ্যা করে বিজয়ন বলেছেন, ‘‘সংবিধানের ১৩১ ধারায় কেনদ্র-রাজ্য সম্পর্ক ব্যাখ্যা করা রয়েছে। শীর্ষ আদালতে সাংবিধানিক ব্যাখ্যা চেয়েছি আমরা। রাজ্য সরকারের সাংবিধানিক অধিকার যেন সুরক্ষিত থাকে, তার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।’’
রাজ্যে বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের মন্ত্রীরা বিভিন্ন এলাকায় সরাসরি মানুষের মধ্যে সভা করছেন। এই কর্মসূচির ‘নব কেরালা সদা’ ব্যাপক সাড়াও ফেলছে। এদিন কোট্টায়ামে এমন সভাতেই যোগ দেন বিজয়ন।
তিনি বলেছেন, ‘‘কর এবং কর বহির্ভূত খাতে আয় বাড়িয়ে সমস্যার মোকাবিলা করতে চেয়েছিলাম। কিন্তু সঙ্কট এত গভীর যে কেবল তা দিয়ে সামলানো যাবে না। আর রাজ্যপাল কেন্দ্র সরকারের কাছে জবাবদিহি চাইছেন না। বরং, রাজ্য সরকারকে বলছেন আর্থিক জরুরি অবস্থা জারির আবেদন সম্পর্কে রিপোর্ট পাঠাতে। কেন্দ্রের সরকারই রাজ্যের উন্নয়ন এবং জনকল্যাণের বিভিন্ন কর্মসূচি বন্ধ করতে চাইছে।’’
কেরালার দাবি, এখনই ২৬ হাজার ২২৬ কোটি টাকা দরকার রাজ্যের কোষাগারে। কিন্তু দীর্ঘমেয়াদী বিচারে কেন্দ্রের সহযোগিতায় রাজ্যের ২ লক্ষ কোটি টাকার বেশি লোকসান হয়েছে। পণ্য ও পরিষেবা কর বাবদ আদায়ে ঘটতি কেন্দ্রের পুষিয়ে দেওয়ার কথা ছিল। সেই ঘাটতি মেটানো হয়নি। এখনই ব্যবস্থা নেওয়া না হলে এই সঙ্কট সামলাতে কয়েক দশক লেগে যাবে।’’
বিজয়ন এদিন সব অংশের মানুষ, বিরোধীদেরও রাজ্যের পক্ষে সরব হওয়া উচিত।
KERALA FINANCE SC
কেন্দ্রের অবরোধ অসাংবিধানিক, তাই সুপ্রিম কোর্টে কেরালা: বিজয়ন
×
Comments :0