River Erosion

পাড় ভাঙ্গছে আত্রেয়ী নদীর, আশঙ্কায় ডাঙ্গী গ্রামের মানুষ

রাজ্য

বালুরঘাটে ডাঙ্গীতে আত্রেয়ী নদী গিলছে বনসৃজন।ছবি- অপূর্ব মণ্ডল।

অপূর্ব মণ্ডল-বালুরঘাট
আত্রেয়ী নদীর পাড় ভাঙ্গছে। বালুরঘাটের ডাঙ্গীতে ধংস হচ্ছে নদী সংলগ্ন কয়েক কিলোমিটার জুড়ে বৃক্ষ। অস্তিত্ব সঙ্কটে স্বাধীনতার সংগ্রামের ইতিহাস বিজড়িত বিয়াল্লিশের আন্দোলনের অন্যতম ডাঙ্গী গ্রাম। উদাসীন পঞ্চায়েত, সংশ্লিষ্ট দপ্তরের কর্মাধ্যক্ষ সহ আধিকারিক। 
বেশ কয়েক বছর ধরেই বর্ষায় নদীর জল বাড়লেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ভাটপাড়া পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গী গ্রাম সংলগ্ন আত্রেয়ী নদীর পাড় ভেঙ্গে কয়েকশো বিঘা জমি নষ্ট হয়েছে। নষ্ট হচ্ছে নদীর পাড় সংলগ্ন সরকারি প্রকল্পের বনসৃজন সহ চাষের জমিও। গ্রামবাসিদের আশঙ্কা এভাবে পাড় ভাঙ্গতে থাকলে বর্তমান নদীর পাড় থেকে মাত্র একশো বা দেরশো মিটার দূরে অবস্থিত স্বাধীনতা সংগ্রামীদের গোপন ডেরার ডাঙ্গী গ্রামও চলে যাবে নদী গর্ভে। জানাযায়, এখানে বিয়াল্লিশের আন্দোলনে বহু স্বাধীনতা সংগ্রামী এসে গোপন ডেরা বেঁধে লড়াই করেছেন। প্রতিবছর একটি নির্দিষ্ট দিনে বিয়াল্লিশের আন্দোলনের দিবস পালিত হয় মহাসমারোহে এই গ্রামে। এদিন গ্রামবাসী সতু মন্ডল, অনন্ত পাহান, বিধু সরকাররা বলেন, ‘‘অন্তত পনেরো বছর আগে ডাঙ্গীতে বাম আমলেই নদীর ফাঁকা পাড় জুড়ে কয়েক হাজার বিভিন্ন গাছ লাগানো হয় পঞ্চায়তের তত্বাবধানে। আকাশমণি, শাল, সেগুন, শিশু, সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় একশো দিনের কাজ সহ বনসৃজন প্রকল্পের মাধ্যমে। সেই চারা এখন বৃক্ষে পরিণত হয়েছে। ইতিমধ্যে এই নদী সংলগ্ন মনোরম বনসৃজনে বালুরঘাট শহর সহ আসেপাসের এলাকা থেকে শীতকালে পিকনিক করতে আসেন বহু মানুষ।’’ তাঁরা  জানায় যে অতি দ্রুত নদীর পাড়কে বাঁধিয়ে রক্ষা না করলে এই বন থাকবে না। তাদের কথায় এখন যেখানে নদীর পাড় দেখছেন সেখান থেকে আরো একশো মিটার দূরেও গাছ ছিল এই বাগানের। প্রতি বছর পাড় ভেঙ্গে এখন প্রায় অর্ধেক গাছ আছে। ক্ষোভের সঙ্গে তাঁরা জানায় আমরা গ্রামবাসীরা একত্রিত হয়ে বিডিও অফিস সহ অন্যান্য স্থানে জানিয়েছি কিন্তু কোন সদুত্তর মেলেনি। 

Comments :0

Login to leave a comment