Farmers Protest

কর্পোরেট দাসত্বের কৃষিনীতির খসড়া পোড়ালেন কৃষকরা

জাতীয়

বাতিল তিন কৃষি আইন ঘুরপথে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই মর্মে প্রতিবাদ জানিয়ে কেন্দ্রের নতুন নীতি খসড়ার প্রতিলিপি পোড়ালেন কৃষকরা। 
সারা ভারত কৃষক সভার মতো শতাধিক সংগঠনের মঞ্চ সংযুক্ত কিসান মোর্চা সোমবার এই কর্মসূচির ডাক দিয়েছিল। কৃষক সভা জানিয়েছে আসাম, পশ্চিমবঙ্গ, কর্ণাটকের মতো দেশের বিভিন্ন রাজ্যে কৃষকরা পুড়িয়েছেন এই খসড়ার প্রতিলিপি।
কৃষি বিপণন নীতি কাঠামোর খসড়া প্রকাশ করেছে কেন্দ্র। কৃষকনেতারা বলছেন, নতুন খসড়া চূড়ান্ত হলে তা বাতিল তিন কৃষি আইনের চেয়েও ভয়ঙ্কর হবে। কৃষকদের বাধ্য হতে হবে বড় কৃষি ব্যবসায়ী এবং কর্পোরেটের শর্ত অনুযায়ী চলতে। ফসল বিক্রি করতে হবে তাদের শর্ত মেনে। রাজ্য তালিকায় রয়েছে কৃষি বিপণণ। রাজ্যের ভূমিকা কার্যত বাতিল করা হয়েছে খসড়ায়। সংরক্ষিত কৃষি বাজারের মাধ্যমে ফসল বেচার ব্যবস্থা পুরোপুরি ভেঙে দেওয়া হবে। কৃষকের লাভের কথা বলছে কেন্দ্রের বিজেপি সরকার। অথচ প্রতিশ্রুতি দিয়েও চালু করেনি ন্যূনতম সহায়ক মূল্যের আইন।
পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কৃষকরা বিক্ষোভে শামিল হয়ে খসড়ার প্রতিলিপি পুড়িয়েছেন। রানিগঞ্জের রানিগঞ্জ ব্লকের বল্লভপুর হাটতলায় সোমবার কৃষক সভা ও সিআইটিইউ যৌথভাবে  প্রতিবাদ ও বিক্ষোভ দেখায়। 'এনপিএফএএম' এর খসড়া পুড়িয়ে কৃষক নেতৃত্বরা বলেন, মোদী সরকার নয়া বাজারনীতি চালু করে কৃষি ব্যবস্থাকে কর্পোরেট সংস্থার হাতে তুলে দিতে চাইছে। কৃষকসভা দাবি করেছে যে কৃষিঋণ মকুব করতে হবে, বিদ্যুৎ বিল বাতিল,  ফসলের নূন্যতম সহায়ক মূল্য সুনিশ্চিত করতে হবে। 
কৃষক আন্দোলনের চাপে এর আগে মোদী সরকারকে তিন কৃষি আইন বাতিল করতে হয়। তারপর থেকে ঘুরপথে আইন লাগু করার চেষ্টা চলছে বলে সরব কৃষকরা।

Comments :0

Login to leave a comment