mohunbagan club

মোহনবাগান ক্লাবে সৈয়দ কিরমানি

খেলা

mohunbagan club ছবি প্রতীকি

 

বুধবার ১৫তারিখ মোহনবাগান তথা গোটা ভারতের ক্রীড়া কিংবদন্তি চুনি গোস্বামীর জন্মদিন।সেই উপলক্ষ্যেই মোহনবাগান ক্লাবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন ১৯৮৩ সালে প্রথমবার ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অন্যতম প্রধান সদস্য সৈয়দ কিরমানি।একটি নতুন ক্রিকেটীয় পরিকাঠামোর উদ্বোধন হবে তার হাতধরে।এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোহনবাগানের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কেরা।পদ্মশ্রী প্রাপ্ত কিংবদন্তি কিরমানির উপস্থিতিতে আরো উজ্জ্বল হবে জাতীয় ক্লাবের ঐতিহ্য ও পরম্পরা।

Comments :0

Login to leave a comment