শ্রেয়স আইয়ারকে পাঞ্জাব তাদের অধিনায়ক ঘোষণা করার পর এক রেকর্ড গড়লেন।এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে ২০২০ তে এবং কেকেআরের হয়ে ২০২৪ সালে ফাইনাল খেলেছিলেন শ্রেয়স।অধিনায়ক হিসেবে তিনটি ভিন্ন দলকে নেতৃত্ব দিতে চলেছেন তিনি।এর আগে দুইজন ক্রিকেটার এই রেকর্ড গড়েছিলেন।শ্রীলংকার মহাতারকা মাহেলা জয়বর্ধনে পাঞ্জাব দলের অধিনায়ক হিসেবেই শুরু করেছিলেন।তারপর কোচি টাস্কার্স কেরালা ও দিল্লির হয়েও অধিনায়কত্ব করেছিলেন। অজি তারকা স্টিভ স্মিথও পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া , রাইজিং পুনে সুপার জায়্যান্টস ও রাজস্থান রয়্যালসের হয়ে অধিনায়কত্ব করেছিলেন।২০২৪ সালটি দারুন সুখকর হয়েছিল শ্রেয়াসের জন্য।আইপিএল জয় ছাড়াও মুম্বইয়ের হয়ে সইদ মুস্তাক আলি , রঞ্জি ট্রফি ও ইরানি ট্রফি জিতেছিলেন শ্রেয়াস।
২০২৫ আইপিএলের উদ্ভোধনী ম্যাচ এবং ফাইনাল ম্যাচ হতে চলেছে ইডেনেই।গত বছরের চ্যাম্পিয়ন দল কেকেআরের হোম স্টেডিয়াম ইডেন গার্ডেন্সেই শুরু হবে আইপিএল।
Comments :0