Snowfall Darjeeling

দার্জিলিঙে তুষারপাত, খুশি পর্যটকরা

জেলা

ফাইল ছবি

মরশুমের প্রথম তুষারপাত ঘটলো শৈলশহরে। দার্জিলিঙের জলাপাহাড় ও সংলগ্ন এলাকায় তুষারপাতে মেতে উঠলেন পর্যটকরা। সোমবার সকাল থেকেই শৈলশহর ছিলো ঘন কুয়াশায় মোড়া। দার্জিলিঙের আকাশে ছিলো মেঘের আনাগোনা। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছিলো। প্রবল বেগে উত্তরে হাওয়া বইতে শুরু করে। তারই মাঝে সাদা তুষারের চাদের মুড়ে যায় শৈলশহর দার্জিলিঙ। রাস্তাঘাট সাদা বরফাবৃত হয়ে পড়ে। 
তুষারপাতের দরুন তাপমাত্রার পতন ঘটনায় শীতের দাপটে জবুথবু দার্জিলিঙ পার্বত্য এলাকা। কনকনে ঠান্ডা ও তুষারপাতে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন এই সময়ে দার্জিলিঙে বেড়াতে যাওয়া পর্যটকেরা। অনেকেই বরফের স্লোম্যান তৈরী করে ফেলে ফটো সেশনে মেতে ওঠে। সপ্তাহের প্রথম দিনই আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে এমনটা আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাষ ছিলোই। সেই পূর্বাভাস সত্যি হয়েছে। সোমবার সকাল থেকেই বৃষ্টিতে ভিজেছে শৈলশহরের মাটি। এরপরেই দার্জিলিঙের জলাপাহাড়, সেন্ট পলস চার্চ, নর্থ পয়েন্ট স্কুল, লালকুঠি সহ একাধিক এলাকায় হালকা বৃষ্টির মাঝেই আকাশ থেকে নেমে এসেছে বরফের গুড়ি। তুষারপাত উপভোগ করতে রাস্তায় নেমেছেন উচ্ছ্বসিত পর্যটকেরা। তুষারপাতের কারনে দার্জিলিঙ বেড়ানোর আনন্দ বেড়ে দ্বিগুন হয়ে গেছে। 
প্রসঙ্গত চলতি মরশুমে দার্জিলিঙের উচ্চ পার্বত্য এলাকা সান্দাকফু ও সংলগ্ন অঞ্চল জুড়ে বেশ কিছু দিন ধরেই তুষারপাত চলছিলো। তুষারপাতের খবর মিলেছে সিকিমের বিস্তীর্ন এলাকাতেও। কিন্তু দার্জিলিঙ উচ্চ পার্বত্য এলাকাতে তুষারপাত ঘটলেও অপেক্ষাকৃত দার্জিলিঙের নীচু এলাকায় মরশুমের প্রথম তুষারপাত হলো এদিন। আচমকাই দার্জিলিঙ শহরে তুষারপাতের খবর ছড়িয়ে পড়তেই সমতলের পর্যটকরাও দার্জিলিঙ মুখো হয়েছেন। সকলেরই গন্তব্য জলাপাহাড়। তবে তুষারপাত খুব বেশী সময় দীর্ঘস্থায়ী না হওয়ায় অনেকেই সেই আনন্দ থেকে বিরত থেকেছেন। দার্জিলিঙের নীচু এলাকায় তুষারপাতের প্রভাব পড়ে সমতলের শিলিগুড়িতেও। সকাল থেকে দুপুর পর্যন্ত সেইরকম ঠান্ডা অনুমূত না হলেও, আচমকাই দুপুরের পর থেকে শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকার আবহাওয়ার পরিবর্তন ঘটে। রোদ উধাও হয়ে যায়। বিকেলেই সন্ধ্যের অন্ধকার নেমে আসে। বিকেলের পরে হালকা বৃষ্টিও হয়েছে শহরে। সন্ধ্যের পর থেকে শীতের আমেজ অনুভব করেছেন শহরবাসী।  

Comments :0

Login to leave a comment