GAZA

৫ দিনে ৭০ শিশু নিহত গাজায়, অনাথ ১৯ হাজার

আন্তর্জাতিক

শেষ পাঁচ দিনে প্যালেস্টাইনের ৭০ জন শিশুকে হত্যা করেছে ইজরায়েলি সেনা। গাজার বিপর্যয় মোকাবিলা কাহিনী জানিয়েছে এই তথ্য। 
রাষ্ট্রসংঘ জানাচ্ছে প্রায় ১০ থেকে ১২ লক্ষ শিশুর মানসিক স্বাস্থ্য বিপর্যয় পড়েছে গাজায়। যে সময় শিশু মন বিকশিত হয় সেই সময়ই ধ্বংসের ছবি রোজ দেখছে তারা। তার বন্ধু অথবা তার পরিবারের লোকেদের কয়েক ঘণ্টা পর দেখতে পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকছে। অনেকগুলো প্রজন্ম ধ্বংসের পথে চলে যাচ্ছে। যা আধুনিক পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাস এর কাছে লজ্জার বিষয়। 
ধ্বংসলীলা গাজার শিশুদের দুঃস্বপ্ন, উদ্বেগ ও তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে প্রভাবিত করছে। অনেক শিশুরা হঠাৎ আগ্রাসী হয়ে পড়েছে আবার অনেকে প্রয়োজন হারানোর ক্ষতির ফলে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ইউনিসেফ এর তথ্য অনুযায়ী প্যালেস্তাইনে শেষ ১৫ মাসে অন্তত ১৯ হাজার শিশু অনাথ হয়েছে। 
ইজরায়েলের সেনা বারবার অসামরিক ক্ষেত্রগুলি কে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। গোটা জনপদ ধ্বংসের পথে। প্রতিদিন বাড়ছে ইজরায়েলের আগ্রাসন। পিছন থেকে মদত যোগাচ্ছে সাম্রাজ্যবাদী আমেরিকা। সাম্রাজ্যবাদের সহযোগী হিসেবে আমেরিকার থেকে সামরিক ও আর্থিক মদত নিয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছে ইজরায়েল। 
একবিংশ শতাব্দীর পৃথিবীতে যুদ্ধ করতে গেলেও কিছু বিধি মেনে 
চলতে হয়। কিন্তু সেই সমস্ত বিধি অতিক্রম করে গেছে ইজরায়েলি হামলার ফলে।

Comments :0

Login to leave a comment