Nava Nalanda

নব নালন্দা স্কুলে ক্ষোভ অভিভাবকদের

কলকাতা

দক্ষিণ কলকাতার সার্দান এভিনিউয়ে নব নালন্দা স্কুলে জানালার প্যানেলের কাঁচ ভেঙে বেশ কয়েকজন পড়ুয়া আহত। আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর। হাসপাতালে তার চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। জানা গেছে এদিন সকালে স্কুল খোলার পর চার তলায় জানালা খুলতে গিয়ে আচমকাই জানালার প্যানেলের কাঁচ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় তিনজন ছাত্র আহত হয়। ঘটনায় আতঙ্কিত হয়ে ওঠে ছাত্রছাত্রী থেকে অভিভাবকরাও। আহতদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও গুরুতর আহত প্রীয়ম দাস নামে এক ছাত্র এখনও চিকিৎসাধীন। ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে। তাদের অভিযোগ এই স্কুলে পড়ানোর জন্য মোটা টাকার ডোনেশন দিতে হয়, কিন্তু স্কুলের রক্ষণাবেক্ষণে যথেষ্ট খামতি রয়েছে। অভিভাবকদের এমনও অভিযোগ যে ফিস বাবদ অ্যাম্বুলেন্সের জন্য টাকা নেওয়া হয়।যে অ্যাম্বুলেন্স স্কুলের পাশেই থাকার কথা, কিন্তু তার দেখা মেলেনা। এদিন আহত ছাত্রদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতেও যথেষ্ট বেগ পেতে হয়। এদিকে স্কুল কর্তৃপক্ষ ঘটনা আড়াল করতে যুক্তি খাড়া করেছে যে কোনো ছাত্র জানলায় সজোরে ধাক্কা মারাতেই এই ঘটনা ঘটেছে। এদিকে অভিভাবকরা এই অভিযোগ উড়িয়ে জানিয়েছেন ঘটনা ঘটেছে সকাল সাতটা নাগাদ। তখন স্কুলের প্রার্থনা বা প্রেয়ার লাইন চলছিল তাহলে ওই সময়ে ছাত্ররা কিভাবে চারতলায় উঠে এই ঘটনা ঘটাতে পারে!। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন টালিগঞ্জ থানার পুলিশ।
 

Comments :0

Login to leave a comment