হুইল চেয়ার বা স্ট্রেচার মেলেনি। স্বামীকে সিটি স্ক্যান করাতে কাঁধে চাপিয়ে নিয়ে এলেন স্ত্রী। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে এই দৃশ্যে আরেকবার সামনে এসেছে রাজ্যের হাসপাতালে অব্যবস্থা।
অন্য ব্যবস্থা না থাকায় পরিজনের দেহ কাঁধে নিয়ে ফেরার ঘটনা এর আগে দেখা গিয়েছে। এদিন রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ঘটনায় প্রশ্ন উঠেছে পরিষেবার সরঞ্জাম থাকে না কেন।
রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বামীকে নিয়ে এসেছিলেন সুনীতা বর্মন। তিনি বলেন, ‘‘ডাক্তারবাবু স্ক্যান করতে বলছেন। এদিকে ভেতরে টোটো ঢুকতে দিচ্ছে না। সঙ্গে কেউ নেই। আমি গ্রামের মানুষ। হাসপাতালে কর্মীদের বললেই বলছে অপেক্ষা কর। কতক্ষণ এইভাবে রোগীকে ফেলে রাখব? বাধ্য হয়েই পিঠে নিয়ে স্ক্যান করতে এলাম।’’
জাল স্যালাইন নিয়ে রাজ্যজুড়ে যখন তোলপাড় শুরু হয়েছে তখন রায়গঞ্জ মেডিক্যাল কলেজেই স্যালাইনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগও উঠেছে। সারাদিন ধরে উত্তপ্ত রায়গঞ্জ মেডিক্যাল কলেজ। শ্বাসকষ্ট নিয়ে ওই রোগী ভর্তি হলেও স্যালাইন মেলেনি বলে অভিযোগ পরিবারের। কালিয়াগঞ্জের শান্তি কলোনির বাসিন্দা বাহান্ন বছরের হিরন্ময় মোহন্তের মৃত্যু হয়েছে।
Rayganj Hospital Mismanagement
স্ট্রেচার নেই, স্বামীকে নিতে হলো পিঠে, স্যালাইনের অভাবে রোগীমৃত্যুও রায়গঞ্জে
×
Comments :0