RAJGANJ SI ARRESTED

অবশেষে গ্রেপ্তার ধর্ষণে অভিযুক্ত রাজগঞ্জের পুলিশ আধিকারিক

জেলা

জলপাইগুড়ি জেলা আদালতে অভিযুক্ত এসআই।

ধর্ষণের অভিযোগে অবশেষে গ্রেপ্তার হলেন রাজগঞ্জ থানার ‘মেজোবাবু’  সুব্রত গুন। জলপাইগুড়ি জেলা আদালতে তোলার পরই ১৪ দিনের হাজতবাসে পাঠানো হল অভিযুক্ত পুলিশ আধিকারিককে।
ধর্ষণের অভিযোগ সামনে আসায় এই সাব ইন্সপেক্টর পদমর্যাদার এই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু গ্রেপ্তার করা হয়নি। অভিযুক্ত আধিকারিককে গ্রেপ্তার করে তদন্তের দাবিতে পথে নামে এসএফআই, ডিয়াইএফআই এবং মহিলা সমিতি।
মঙ্গলবার সকালে জেলা পুলিশ গ্রেপ্তার করে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠায় অভিযুক্ত পুলিশ আধিকারিককে। 
দু’দিন আগে শিলিগুড়ির এক মহিলা এই আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। শিলিগুড়ি মহিলা থানায় এফআইআর দায়ের হয়। এরপরই সুব্রতকে জলপাইগুড়ি পুলিশ লাইনে ক্লোজ করা হয়। অপরদিকে মামলাটি শিলিগুড়ি মহিলা থানা থেকে জলপাইগুড়ি মহিলা থানায় পাঠানো হয়। মঙ্গলবার অবশেষে গ্রেপ্তার করা হয় সুব্রত গুনকে। 
এই সাব ইন্সেপক্টরের গ্রেপ্তারির দাবিতে এসএফআই, ডিওয়াইএফআই, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি  কোতোয়ালি থানায় বিক্ষোভ ও স্মারকলিপি দেয় সোমবার। জেলাজুড়ে আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতৃবৃন্দ।
আদালতে যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করেন পুলিশ অফিসার সুব্রত গুণ। তাঁর দাবি, ফাঁসানো হয়েছে তাঁকে।

Comments :0

Login to leave a comment