ANAYAKATHA | PALLAV MUKHAPADHAYA | MASTER DA | MUKTADHARA — 2025 JANUARY 12

অন্যকথা | পল্লব মুখোপাধ্যায় — মহৎ প্রাণ, প্রেরণার উৎস | মুক্তধারা — ২০২৫ জানুয়ারি ১২

সাহিত্যের পাতা

ANAYAKATHA  PALLAV MUKHAPADHAYA  MASTER DA  MUKTADHARA    2025 JANUARY 12

অন্যকথা | মুক্তধারা

মহৎ প্রাণ, প্রেরণার উৎস
পল্লব মুখোপাধ্যায়

১২ জানুয়ারি। আজকের দিনেই ব্রিটিশের হাতে মৃত্যুবরণ করেছিলেন বীর বিপ্লবী
মাস্টারদা সূর্য সেন। ক্ষীণকায় এক অঙ্কের শিক্ষকের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামীরা
অধুনা বাংলাদেশের চট্টগ্রামে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। প্রবল
প্রতাপান্বিত ব্রিটিশ শাসকের কবল থেকে কয়েকদিনের জন্য মুক্ত হয়েছিল চট্টগ্রাম।
সূর্য সেন-এর নেতৃত্বে উড়েছিল স্বাধীনতার পতাকা।
“সূর্য সেন ছিলেন একজন উজ্জ্বল এবং অনুপ্রেরণামূলক সংগঠক, এক নজিরবিহীন,
মৃদুভাষী এবং স্বচ্ছভাবে আন্তরিক ব্যক্তি । অপরিসীম ব্যক্তিগত সাহসের অধিকারী,
গভীর মানবিক ছিলেন। তিনি বলতে পছন্দ করতেন : 'মানবতাবাদ একজন বিপ্লবীর একটি
বিশেষ গুণ।' বিখ্যাত ইতিহাসবিদ বিপান চন্দ্র তাঁর ভারতের 'স্বাধীনতা সংগ্রাম ১৮৫৭-
১৯৪৭' বইয়ে একথা লিখেছেন ।
মাস্টারদা সূর্য সেন (২২ মার্চ ১৮৯৪ - ১২ জানুয়ারি ১৯৩৪) ভারতবর্ষের ব্রিটিশ
বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত । পূর্ববঙ্গে জন্ম নেওয়া
এই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ
নেন এবং নিজ জীবন বলিদান করেন। সূর্য সেন-এর বাহিনী কয়েকদিনের জন্যে ব্রিটিশ
শাসনকে চট্টগ্রাম এলাকা থেকে নিশ্চিহ্ন করে দেয়। সূর্য সেন-এর অন্যতম সাথী
বিপ্লবী অনন্ত সিংহের ভাষায় "কে জানতো যে আত্মজিজ্ঞাসায় মগ্ন সেই নিরীহ
শিক্ষকের স্থির প্রশান্ত চোখ দুটি একদিন জ্বলে উঠে মাতৃভূমির দ্বিশতাব্দীব্যাপী
অত্যাচারের প্রতিশোধ নিতে উদ্যত হবে? ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ দমনের জন্য
বর্বর অমানুষিক অত্যাচারের প্রতিশোধ, জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের
প্রতিশোধ| কে জানতো সেই শীর্ণ বাহু ও ততোধিক শীর্ণ পদযুগলের অধিকারী একদিন
সাম্রাজ্যবাদী ইংরেজ রাজশক্তির বৃহত্তম আয়োজনকে ব্যর্থ করে - তার সমস্ত
ক্ষমতাকে উপহাস করে বৎসরের পর বৎসর চট্টগ্রামের গ্রামে গ্রামে বিদ্রোহের
আগুন জ্বালিয়ে তুলবে?"
কনডেম্ড সেলে সূর্য সেনকে কড়া পাহারায় নির্জন কুঠুরীতে রাখা হত। একজন কয়েদি
মেথর সূর্য সেন-এর লেখা চিঠি ময়লার টুকরিতে নিয়ে জেলের বিভিন্ন ওয়ার্ডে বন্দী
বিপ্লবীদের দিয়ে আসত। মৃত্যুর আগে জেলে আটক বিপ্লবী কালীকিঙ্কর দে-র কাছে
সূর্য সেন পেন্সিলে লেখা একটি বার্তা পাঠান। সে বার্তায় তিনি লেখেন “আমার শেষ বাণী
- আদর্শ ও একতা। তিনি স্মরণ করেন তাঁর স্বপ্নের কথা - স্বাধীন ভারতের স্বপ্ন যার
জন্য জীবনভর উৎসাহ ভরে ও অক্লান্তভাবে পাগলের মত তিনি ছুটেছেন। 

চলবে

Comments :0

Login to leave a comment