২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে মেটার সিইও মার্ক জুকারবার্গের বিতর্কিত মন্তব্য। যার পর সংসদীয় প্যানেলের তলবের দিকে তাকিয়ে রয়েছে মেটা।
জো রোগান এক্সপেরিয়েন্স পডকাস্টে জুকারবার্গ দাবি করেন, কোভিড-১৯ মোকাবিলায় দুর্বল পদক্ষেপের কারণেই লোকসভা ভোটে হেরে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার।
যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপার্সন তথা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন, ভুয়ো তথ্য ছড়ানোর জন্য মেটাকে ক্ষমা চাইতে হবে।
‘‘আমার কমিটি এই অপপ্রচারের জন্য মেটাকে ডাকবে। যেকোনো গণতান্ত্রিক দেশে ভুল তথ্য দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এই ভুলের জন্য ওই সংগঠনকে ভারতী সংসদ ও এখানকার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে,’’ বলেন তিনি।
জুকারবার্গ বলেছিলেন, কোভিড-১৯ পরবর্তী নির্বাচনে ভারতসহ বিশ্বের অধিকাংশ ক্ষমতাসীন সরকার পরাজিত হয়েছে। তাঁর এই বক্তব্য ব্যাপক রাজনৈতিক বিতর্কের সূত্রপাত করেছে, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই মন্তব্যকে "তথ্যগতভাবে ভুল" বলে অভিহিত করেছেন এবং তার সত্যতা যাচাই করেছেন।
‘‘জুকারবার্গের নিজের কাছ থেকে ভুল তথ্য দেখা হতাশাজনক। আসুন তথ্য এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখি,’’ ফেসবুকে লিখেছেন বৈষ্ণব, যিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রধান।
কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেছেন যে জাতীয় গণতান্ত্রিক জোট ২০২৪ সালের নির্বাচনে একটি নির্ণায়ক জয় অর্জন করেছে এবং টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে।
ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলি পরিচালনা করা মেটা এখনও এই বিতর্কের বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
Meta in trouble
২০২৪ লোকসভা ভোট নিয়ে বিতর্কিত মন্তব্য জুকারবার্গের
×
Comments :0