SFI

লড়াই দুর্নীতি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে

রাজ্য

বক্তব্য রাকছেন নিরাপদ সর্দার। ছবি অমিত কর

দেশ বাঁচাতে। মানুষের অধিকার বাঁচাতে এগিয়ে আসতে হবে ছাত্রদের। বুধবারের ছাত্র সমাবেশ থেকে এই বার্তা দিলেন সুজন চক্রবর্তী এবং নিরাপদ সর্দার। 

সন্দেশখালি কান্ডে মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। এদিন তিনিও বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘‘জেলে থাকাকালিন দেখেছি ১৮ থেকে ৩৫বছর বয়সী অনেক ছেলে মেয়েদের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছে যে তারা গ্রামে তৃণমূলের মাতব্বরে বিরুদ্ধে যেহেতু মুখ খুলে ছিলেন তাই তাদের মিথ্যা কেস দেওয়া হয়েছে।’’ তার কথায়, গোটা দেশে এবং রাজ্যে যেই পরিস্থিতি চলছে তার থেকে সমাজকে উদ্ধার করতে গোটা ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। 

বক্তা হিসাবে সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, ‘‘তৃণমূল চায় লুঠেরাদের রাজত্ব প্রতিষ্ঠা করতে। বিজেপি চায় সাম্প্রদায়িক রাজনীতি। দুই সরকার মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। বিভেদের পথে নিয়ে যাওয়া হচ্ছে গোটা দেশকে। এই লড়াই শুধু ছাত্রদের নয়। গোটা সমাজের লড়াই। দুর্নীতির বিরুদ্ধে লড়াই। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই।’’

Comments :0

Login to leave a comment