নিয়োগ দুর্নীতি-কাণ্ডে সিআইডির হাতে আগেই গ্রেপ্তার হয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের পশ্চিম ও উত্তরাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিনের স্ত্রী জেসমিন খাতুন। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে শুক্রবার সিআইডি’র হাতে গ্রেপ্তার হলেন স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান ও শালডিহা কলেজের অধ্যক্ষ শেখ সিরাজুদ্দিন। এদিন বাঁকুড়া আদালতে তোলা হলে বিচারপতি ধৃত সিরাজুদ্দিন কে ৫ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছেন।
ঘটনা হল সিরাজুদ্দিন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থাকার সময় প্রভাব খাটিয়ে তাঁর স্ত্রী জেসমিন খাতুনকে ইন্দপুরের ভতরা শ্রীদুর্গা বিদ্যায়তন হাইস্কুলে শিক্ষিকার চাকরি দেন। বিষয়টি নিয়ে তখনই শরগোল পড়ে গিয়েছিল। উচ্চ আদালত পর্যন্ত যায় এই দুর্নীতির নিয়োগটি। আদালতের নির্দেশেই সিআইডি তদন্ত শুরু করে। তদন্তে স্পষ্ট জানা যায় জেসমিব খাতুনের নিয়োগ সম্পূর্ণ বেআইনী। কারণ ২০১৫ সালের বাতিল প্যানেল থেকেই ২০১৯ সালে তাঁকে নিয়োগ করা হয়েছিল। উচ্চ আদালতের নির্দেশে সিরাজুদ্দিনকে এসএসসি’র চেয়ারম্যানের পদ থেকে বরখাস্তও করা হয়। তার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বাঁকুড়ার একাধিক ব্যক্তির অভিযোগ খালি স্ত্রীর ক্ষেত্রে যে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছিল তাই’ই নয়, এই চেয়ারম্যানের সময়ে বহু শিক্ষক শিক্ষিকার নিয়োগে সরাসরি টাকা নেওয়া হয়েছে। বাঁকুড়ার একটি বাজারে এক এজেন্টের মাধ্যমে এই টাকা সরাসরি চেয়ারম্যান ও শাসকদলের দুই বিধায়ক নেতার কাছে যেত। তাঁরা দুজনেই ২০২১ সালের নির্বাচনে পরাজিত হয়েছেন। সিআইডি জেসমিন খাতুনের বিষয়ে তদন্ত করার পর গত ২০ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সিরাজুদ্দিনকে গ্রেপ্তার করা হল। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা করা হয়েছে। বাঁকুড়ার মানুষের বক্তব্য ওই সময় যা নিয়োগ হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। আরও বহু দুর্নীতি ধরা পড়বে।
SSC Recruitment Scam
স্কুল সার্ভিস কমিশনের পশ্চিম ও উত্তরাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান গ্রেপ্তার
×
Comments :0