grameen bank officers conference

গ্রামীণ ব্যাঙ্ক আধিকারিক সম্মেলন শুরু বহরমপুরে

রাজ্য

সম্মেলনে বক্তব্য রাখছেন বিজু কৃষ্ণান।

বঙ্গীয় গ্রামীণ ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের দুই দিনের অষ্টম দ্বিবার্ষিক সাধারণ সম্মেলন শুরু হয়েছে বহরমপুরে। প্রয়াত সিআইটিইউ নেতা এবং প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়ার নামে মঞ্চের নামকরণ হয়েছে। 
সংগঠনের প্রায় সাড়ে পাঁচশো সদস্য এবং অন্যান্য ভ্রাতৃপ্রতিম সংগঠনের শ'খানেক অতিথির বর্ণাঢ্য পদযাত্রার হয়। পদযাত্রা শুরু হয় মুর্শিদাবাদ জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে। কারবালা রোড প্রদক্ষিণ করে পদযাত্রা সমাপ্ত হয় যাত্রার উৎসস্থলে।
শহীদ বেদীতে মাল্যদান এবং সাংবাদিক সম্মেলনের পরে স্থানীয় ঋত্বিক নাট্যগোষ্ঠীর গায়ক-গায়িকাদের পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীতে মুখরিত অডিটোরিয়ামে শুরু হয় মুক্ত অধিবেশন।
অধিবেশন সূচনা হয় বিজিবিওএ-র সাধারণ সম্পাদক দেবাশিস মহাপাত্রের স্বাগত ভাষণের মধ্য দিয়ে। প্রধান অতিথির ছিলেন সারা ভারত কৃষকসভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণন। বিশেষ অতিথি ছিলেন সারা ভারত গ্রামীণ ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সৃজন পাল।

Comments :0

Login to leave a comment