মেয়েটি তার পরিচয় না দিতে পারায় বেলেঘাটা থানার পক্ষ থেকে তাকে শেলটার ফর আরবান হোমলেস নামে একটি সংস্থার হাতে তুলে দেওয়া হয় তার দেখ ভালের জন্য। ওই সংস্থার পক্ষ ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব হ্যাম রেডিওর সাথে যোগাযোগ করা হয় তার ঠিকানা খুঁজে বার করার জন্য।
হ্যাম রেডির কর্মীরা গোটা বিষয়টি জানার পর নিজেদের প্রচেষ্টায় জানতে পারে যে ওই যুবতী কামারহাটি পৌরসভার ৮ নম্বর ওযার্ডের বাসিন্দা। পরিবারের সাথে হ্যাম রেডিওর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তারা জানতে পারেন যে ওই যুবতীর নাম ডলি দে। তার মা মমতা দে জানিয়েছেন যে, তাঁর মেয়ে মানসিক ভারসাম্য হওয়ায় কয়েকদিন আগে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর পরিবারের পক্ষ থেকে বেলঘড়িয়া থানায় নিখোঁজ ডায়রি দায়ের করা হয়।
Comments :0