Sandeshkhali

সন্দেশখালি কান্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

রাজ্য

সন্দেশখালি মামলার তদন্ত করবে সিবিআই। মঙ্গলবার এই রায় দিলো কলকাতা হাইকোর্টের। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিসন বেঞ্চ এই রায় দিয়েছে। এর পাশাপাশি হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে মঙ্গলবার বিকেলের মধ্যে ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য।

গত বৃহস্পতিবার মিনাখাঁ থেকে গ্রেপ্তার হন শেখ শাহজাহান। তারপর তাকে বসিরহাট আদালতে পেশ করার পর নিয়ে আসা হয় ভবানী ভবনে। 

গত ৫ জানুয়ারি ইডি ওপর হামলার ঘটনার তদন্তের জন্য হাইকোর্টের পক্ষ থেকে একটি সিট গঠন করা হয়। রাজ্য পুলিশের পাশাপাশি সিবিআই আধিকারিকরাও ওই দলে ছিলেন। হাইকোর্টের এই রায়কে চ্যালেজ্ঞ জানিয়ে ডিভিসন বেঞ্চে যায় ইডি। ইডির পক্ষ থেকে দাবি করা হয় যে এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক।

কেন্দ্রীয় এজেন্সির সেই আবেদনে মান্যতা দিয়েছে হাইকোর্ট।

Comments :0

Login to leave a comment