২০২৪ লোকসভা নির্বাচনের দামামা বেজে গেল কেরালায়। ১৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে সিপিআই(এম)। রাজ্যের বাকি ৫ আসনের মধ্যে ৪টিতে প্রার্থীর নাম জানিয়েছে সিপিআই-ও। মঙ্গলবার সন্ধ্যা থেকেই পুরোদমে প্রচার শুরু হয়ে গেল কেরালায়। বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) ২০ আসনেই প্রার্থীদের নাম জানিয়েছে এদিন।
মালাপ্পুরমে ডিওয়াইএফআই’র রাজ্য সভাপতি ভি ওয়াসিফ রোড শো করেছেন। রোড শো এখনও চলছে বিভিন্ন জায়গায়। বিপুল সংখ্যায় রয়েছেন ছাত্র-যুবরা। বড় সংখ্যায় রয়েছেন মহিলারা। হুড খোলা জিপ, বাইক নিয়ে চলছে মিছিল চলছে বিভিন্ন জায়গায়। কান্নুরে এমভি জয়রাজন পায়ে হেঁটে রোড শো করেছেন। দু’পারে কাতারে কাতারে মানুষ।
ভাড়কারায় কেকে শৈলজার প্রচারে ভেঙে পড়েছে জনতার জমায়েত। পদযাত্রায় হাঁটছেন শৈলজা। রয়েছেন মহিলারা। প্রচারের রাজনৈতিক বক্তব্যের সঙ্গে বর্ণময় মিছিল কেরালার বৈশিষ্ট্য। প্রচারের কেন্দ্রে রয়েছে দিল্লির বিজেপি সরকারের লাগাতার বঞ্চনা। কেন্দ্রীয় প্রকল্পে স্বচ্ছতার বিচারে কেরালার সাফল্য চোখে পড়ার মতো। একশো দিনের কাজ থেকে আবাস যোজনায় তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি রাজ্যের বিরোধী কংগ্রেস, এমনকি বিজেপি। তবু আটকে রাখা হয়েছে প্রাপ্য।
কেরালার মুখ্যমন্ত্রী এবং সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য পিনারাই বিজয়নের নেতৃত্বে প্রচারের সূচিমুখে রয়েছে ভারতের ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো বজায় রাখার লড়াই। সংবিধানকে রক্ষার লড়াইয়ের প্রচার করছেন বাম গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী এবং নেতৃবৃন্দ।
এদিন একে গোপালন সেন্টারে সাংবাদিক বৈঠক করে রাজ্যের ২০টি লোকসভা কেন্দ্রে বামপন্থী গণতান্ত্রিক ফ্রন্ট বা এলডিএফ’র প্রার্থী তালিকা ঘোষণা করেন সিপিআই(এম) কেরালা রাজ্য সম্পাদক এমভি গোবিন্দন মাস্টার।
তালিকা অনুযায়ী, সিপিআই(এম) ১৫টি আসনে, সিপিআই ৪টি আসনে এবং অপর সঙ্গী কেরালা কংগ্রেস মনি ১টি আসনে লড়াই করবে।
প্রার্থী তালিকায় কে রাধাকৃষ্ণন, কেকে শৈলজা, থমাস আইজ্যাক, এলামারাম করিম, এমভি বালাকৃষ্ণন, এ বিজয়রাঘবনের মত সিপিআই(এম) শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন।
প্রার্থী তালিকা ঘোষণার পরেই প্রচার শুরু করে দিয়েছেন এলডিএফ প্রার্থীরা। এদিন বিকেলে আট্টিঙ্গল কেন্দ্রের প্রার্থী ভি জয় ভোটারদের সঙ্গে পরিচত হন। মালাপ্পুরম কেন্দ্রে রোড শো করেন ভি ওয়াসিফ। তিনি ডিওয়াইএফআই কেরালা রাজ্য কমিটির সভাপতি। রোড শো’র অঙ্গ হিসেবে দীর্ঘ পথ বাইক মিছিল হয়।
ভিডিও বার্তায় ডিজিটাল প্রচার শুরুর কথা বলেন কাসারগোড় কেন্দ্রের প্রার্থী এমভি বালাকৃষ্ণন, কোল্লাম কেন্দ্রের প্রার্থী এম মুকেশ, কান্নুর কেন্দ্রের প্রার্থী এমভি জয়রাজন, আলাপ্পুঝা কেন্দ্রের প্রার্থী এএম আরিফ, ভডাকারা কেন্দ্রের প্রার্থী কেকে শৈলজা ভিডিও বার্তার পাশাপাশি কান্নুর কেন্দ্রে রোড শো’ও করেন জয়রাজন। ভাডাকারা কেন্দ্রে কেকে শৈলজার রোড শো জনসমুদ্রের আকার নেয়।
প্রার্থী ঘোষণার পরে তিরুবনন্তপুরম শহরের পালেডে একটি জনসভায় বক্তব্য রাখেন এমভি গোবিন্দন মাস্টার। তিনি এলডিএফ প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান।
Comments :0