Nomination

মনোনয়ন জমা করলেন দুই মেদিনীপুরের বামফ্রন্ট এবং কংগ্রেস প্রার্থীরা

রাজ্য লোকসভা ২০২৪

রোড শো করে মনোনয়ন জমা করলেন তমলুকের সিপিআই(এম) প্রার্থী সায়ন ব্যানার্জী ও কাঁথির কংগ্রেস প্রার্থী ঊর্বশী ব্যানার্জী (ভট্টাচার্য)। শুক্রবার সকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে দুই প্রার্থী বিশাল মিছিল করে বিডিও দপ্তরে গিয়ে মনোনয়ন জমা করেন। 

এর পাশাপাশি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট এবং  ঘাটাল লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলি মেদিনীপুর শহরে মনোনয়ন জমা করেন। বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেস কর্মী সমর্থক সহ নেতৃত্ব তাদের সমর্থনে মিছিলে পা মেলান।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন