Modi

রেগার টাকা, রেলের নিয়োগ নিয়ে কোন কথা বললেন না প্রধানমন্ত্রী

জাতীয় রাজ্য

দশ বছরে বাংলার রেলের একাধিক কাজ হয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরামবাগে সরকারি অনুষ্ঠান থেকে মোদী বলেন, ‘‘গত দশ বছরে বাংলায় বাকি তাকা বহু রেল প্রকল্পের কাজ শেষ হয়েছে। সাড়ে তিন হাজার কিলোমিটারের বেশি রেল পথ বৈদ্যুতিকীকরণ করা হয়েছে পশ্চিমবঙ্গে।’‘

এদিন প্রধানমন্ত্রী দাবি করেন যে, ‘‘গত দশ বছরে বাংলায় ১০০টি নতুন রেল পরিষেবা চালু করা হয়েছে।’’ নরেন্দ্র মোদী যখন এই কথা বলছেন তখন দেখা যাচ্ছে রাজ্যে প্রতিদিন বিভিন্ন কারণে নাকাল হতে হচ্ছে রেলযাত্রীদের। 

রেলে নিয়োগ নেই। ২০১৯ সালে শেষ বারের মতো নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বিজ্ঞপ্তি জারি করা হলেও এখনও কোন নিয়োগ হয়নি। পাঁচ বছর পার হয়েছে। দফায় দফায় রেলের অফিসের সামনে রাজ্যের চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখিয়েছেন, এখনও দেখাচ্ছেন। এই বিষয় নিয়ে কোন কথা বললেন না প্রধানমন্ত্রী। 

রেগার টাকা বন্ধ। কাজ করে টাকা পায়নি গ্রামের সাধারণ মানুষ। তা নিয়েও প্রধানমন্ত্রী কোন কথা বললেন না।  

Comments :0

Login to leave a comment