এদিন প্রধানমন্ত্রী দাবি করেন যে, ‘‘গত দশ বছরে বাংলায় ১০০টি নতুন রেল পরিষেবা চালু করা হয়েছে।’’ নরেন্দ্র মোদী যখন এই কথা বলছেন তখন দেখা যাচ্ছে রাজ্যে প্রতিদিন বিভিন্ন কারণে নাকাল হতে হচ্ছে রেলযাত্রীদের।
রেলে নিয়োগ নেই। ২০১৯ সালে শেষ বারের মতো নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বিজ্ঞপ্তি জারি করা হলেও এখনও কোন নিয়োগ হয়নি। পাঁচ বছর পার হয়েছে। দফায় দফায় রেলের অফিসের সামনে রাজ্যের চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখিয়েছেন, এখনও দেখাচ্ছেন। এই বিষয় নিয়ে কোন কথা বললেন না প্রধানমন্ত্রী।
রেগার টাকা বন্ধ। কাজ করে টাকা পায়নি গ্রামের সাধারণ মানুষ। তা নিয়েও প্রধানমন্ত্রী কোন কথা বললেন না।
Comments :0