EXIT POLL

সামনে এল পাঁচ রাজ্যের বুথ ফেরত সমীক্ষা

জাতীয়

CONGRESS BJP RAJASTHAN MADHYA PRADESH TELENGANA MIZORAM CHATTISGARH OPINION POLL INDIAN POLITICS BENGALI NEWS

তেলেঙ্গানায় ভোটপর্ব মিটতে না মিটতেই সামনে চলে এল রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরাম এবং তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনের এক্সিট পোল। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, রাজস্থান ছাড়া সব রাজ্যেই সুবিধাজনক জায়গায় রয়েছে কংগ্রেস। 

অতীতে বহু ক্ষেত্রেই বুথ ফেরত সমীক্ষার ফলাফল মেলেনি। ৩ ডিসেম্বর পাঁচ রাজ্যের ফল ঘোষণার সঙ্গেই স্পষ্ট হবে, বাস্তবের কতটা আভাস দিতে পারল এই দফার বুথ ফেরত সমীক্ষাগুলি। 

জন কি বাতের করা অপিনিয়ন পোল অনুযায়ী, মধ্যপ্রদেশে ১০২-১২৫টি আসন পেয়ে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। বিজেপির ঝুলিতে যেতে পারে ১০০-১২৩ আসন। মধ্যপ্রদেশে মোট বিধানসভা আসন ২৩০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৬টি আসন। টিভি-৯ ভারতবর্ষ পোলস্ট্র্যাটের করা সমীক্ষাতেও একই ইঙ্গিত। কংগ্রেস পেতে পারে ১১১-১২১ আসন। বিজেপি পেতে পারে ১০৬-১১৬ আসন। দৈনিক ভাস্করের করা সমীক্ষাতেও এগিয়ে রয়েছে কংগ্রেস। তাঁরা পেতে পারে ১০৫-১২০ আসন। মধ্যপ্রদেশের ক্ষমতায় থাকা বিজেপি জিততে পারে ৯৫-১১৫টি আসন। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলছে, বিজেপি জিততে পারে ১৪০-১৬২ আসনে। কংগ্রেস সীমাবদ্ধ থাকবে ৬৮-৯০ আসনে। 

ছত্তিশগড়ের ক্ষেত্রেও বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেসের এগিয়ে থাকার আভাস মিলেছে। এবিপি নিউজ-সি ভোটারের করা সমীক্ষা বলছে, ছত্তিশগড়ে ৪১-৫৩ আসন নিয়ে ফিরতে চলেছে কংগ্রেস। বিজেপি পাবে ৩৬-৪৮টি আসন। এই রাজ্যে মোট বিধানসভা আসন ৯০টি। ম্যাজিক ফিগার ৪৬। দৈনিক ভাস্করের বুথ ফেরত সমীক্ষা বলছে, কংগ্রেস পেতে পারে ৪৬-৫৫ আসন। বিজেপি পেতে পারে ৩৫-৪৫ আসন। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলছে, কংগ্রেস পেতে পারে ৪০-৫০ আসন, এবং বিজেপি জিততে পারে ৩৬-৪৬ আসনে। ইন্ডিয়া টিভি-সিএনএক্সের হিসেবে, কংগ্রেস পেতে পারে ৪৬-৫৬ আসন। বিজেপির ঝুলিতে যেতে পারে ৩০-৪০টি আসন। জন কি বাত, টুডেজ চাণক্য, টাইমস নাও-ইটিজি, টিভি-৯ ভারতবর্ষ পোলস্ট্র্যাটের করা বুথ ফেরত সমীক্ষাতেও কংগ্রেসের এগিয়ে থাকার আভাস মিলেছে। 

বুথ ফেরত সমীক্ষার অনুমাণ, তেলেঙ্গানাতেও সুবিধাজনক অবস্থায় রয়েছে কংগ্রেস। ইন্ডিয়া টিভি-সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী, ১১৯ আসনের বিধানসভায় কংগ্রেস পেতে পারে ৬৩-৭৯টি আসন। গত পাঁচ বছর সরকার চালানো ভারত রাষ্ট্রীয় সমিতি পেতে পারে ৩১-৪৭টি আসন। বিজেপি ২-৪টি আসনের বৃত্তে ঘোরাফেরা করবে। জন কি বাতের সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস পেতে পারে ৪৮-৬৪ আসন, আর বিআরএস পেতে পারে ৪০-৫৫ আসন। এই সংস্থার অনুমাণ, বিজেপি ৭-১৩টি আসনে জয়ী হতে পারে। রিপাবলিক টিভি-ম্যাট্রিজের সমীক্ষা বলছে, কংগ্রেস পেতে পারে ৫৮-৬৮আসন। বিআরএস পেতে পারে ৪৬-৫৬ আসন। বিজেপি’কে এখানে ৪-৯ আসন পাবে বলে মনে করা হচ্ছে। 

প্রতি পাঁচ বছর অন্তর সরকার বদলের রাজনৈতিক রীতি রয়েছে রাজস্থানে। ২০১৮ সালে রাজস্থানে কংগ্রেস জয়ী হয়েছিল। দৈনিক ভাস্করের বুথ ফেরত সমীক্ষা বলছে, এবার রাজস্থানের ১৯৯ আসনের মধ্যে কংগ্রেস জিততে পারে ৮৫-৯৫ আসনে। বিজেপি পেতে পারে ৯৮-১০৫টি আসন। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র হিসেব অনুযায়ী, কংগ্রেস পেতে পারে ৮৬-১০৬ আসন। বিজেপি পেতে পারে ৮০-১০০ আসন। ইন্ডিয়া টিভি-সিএনএক্স বলছে, কংগ্রেস পেতে পারে ৯৪-১০৪টি আসন। বিজেপি থাকবে ৮০-৯০’র ঘরে। টিভি ৯ ভারতবর্ষ-পোলস্ট্র্যাটের হিসেবে, কংগ্রেস পেতে পারে ৯০-১০০ আসন। বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে ১০০-১১০ আসনে। 

মিজোরামে মোট ৪০টি বিধানসভা আসন রয়েছে। ম্যাজিক ফিগার ২১। এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, গত নির্বাচনে জয়ী এনডিএ শরিক এমএনএফ পেতে পারে ১৫-২১ আসন। জেডপিএম পেতে পারে ১২-১৮ আসন। কংগ্রেস পেতে পারে ২-৮টি আসন। বিজেপিকে ০ দেখানো হয়েছে। ইন্ডিয়া টিভি-সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী, এমএনএফ পেতে পারে ১৪-১৮ আসন। জেডপিএম পেতে পারে ১২-১৬ আসন। কংগ্রেসের ৮-১০টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে। জন কি বাতের সমীক্ষা বলছে, এমএনএফ পেতে চলেছে ১৪-১৮ আসন। জেডপিএম পেতে পারে ১৫-২৫ আসন। কংগ্রেসের ৫-৯টি আসন জেতার সম্ভাবনা রয়েছে। টাইমস নাও-ইটিজি বলছে, এমএনএফ ১৪-১৮ আসনে, জেডপিএম ১০-১৪ আসনে এবং কংগ্রেস ৯-১৩টি আসনে জিততে পারে মিজেরামে। সমস্ত সমীক্ষাতেই বিজেপিকে ০-২ আসনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। 

 

Comments :0

Login to leave a comment