পার্থ চ্যাটার্জি সহ নিয়োগকাণ্ডে ধৃত ৭ জনকে আরো ১৪ দিনের বিচাবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত। শিক্ষক নিয়োগকাণ্ডে সোমবার সকালে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জিকে আদালতে পেশ করা হয়। যদিও পার্থ চ্যাটার্জির তরফে তাঁর আইনজীবীরা কেবল অসুস্থতার কারণ দেখিয়েই জামিনের আরজি জানান। শারীরিক অবস্থা খুব খারাপ দাবি করে আদালতে জামিনের আরজি জানান প্রাক্তন মন্ত্রী। পার্থ চ্যাটার্জি-কল্যাণময় গাঙ্গুলি-এসপি সিনহাদের জামিন খারিজের আবেদন করে সিবিআই’র আইনজীবী আদালতকে জানায় নিয়োগকাণ্ডে ধৃতদের বিরুদ্ধে প্রায় প্রতিদিন নিত্য নতুন তথ্য প্রকাশ্যে আসছে। তাদের জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে। তাদের জেল হেফাজতে রেখেই তদন্ত করতে চায় সিবিআই।
এদিন বিকেলে জামিনের আবেদন খারিজ করে সিবিআই আদালতের বিচারক এদিনও পার্থ চ্যাটার্জি, কল্যাণময় গাঙ্গুলি, এসপি সিনহা সহ মোট সাতজনেরই জামিনের আবেদন খারিজ করে আরও ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। আগামী ২৮ নভেম্বর ফের তাঁদের আদালতে তোলার কথা।
গত ২২ জুলাই গভীর রাতে বাড়ি থেকে পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করেছিল ইডি। তারপর ইডি হেপাজতের মেয়াদ শেষে জেল হেপাজতেই ছিলেন পার্থ চ্যাটার্জি। এরপর গত ১৬ সেপ্টেম্বর সিবিআই পার্থ চ্যাটার্জিকে নিজেদের হেপাজতে নেয়। সিবিআই’র স্পষ্ট অভিযোগ, ২০১৯’র গ্রুপ-সি, গ্রুপ-ডি প্যানেলে ৪০০ অযোগ্য প্রার্থীকে নিয়োগ করা হয়েছে, কোনও নিয়ম মানা হয়নি। নিয়োগ দুর্নীতিতে অনেকে জড়িত, খুঁজে বার করতে হবে। মন্ত্রী হিসাবে পার্থ চট্টোপাধ্যায় মূল চক্রী ছিলেন। তার আগে সিবিআই দুর্নীতিকাণ্ডে পার্থ চ্যাটার্জির অন্যতম শাগরেদ কল্যাণময় গাঙ্গুলি, এসপি সিনহাকে নিজেদের হেপাজতে নিয়েছিল।
Partha Phatterjee
ফের ১৪ দিনের জেল হেফাজত পার্থ সহ ৭ জনের
×
Comments :0