CHILDREN'S CORNER

ভরিয়ে দাও

ছোটদের বিভাগ

chotoder bibhag ganashakti digital bengali news

ভরিয়ে দাও 
নন্দিতা সাহা

আমাদের বাগানে
ফুল ফোটে কত 
চম্পা চামেলী জুই
আরও কত শত।

মৌমাছি গান গেয়ে
ফুলেতে বসে 
চুকচুক মধু নিয়ে
ফেরে  দিনশেষে ।

প্রজাপতি হেসে বলে 
এ মোদের গর্ব 
এই বুঝি পৃথিবীর 
নতুন এক স্বর্গ

খুকুমণি দুলে দুলে
মিষ্টি সে গান গায়
ফুলে ফুলে ঢলে ঢলে 
বহে কিবা মৃদু বায়।

ফুল সব নুয়ে নুয়ে
বাতাস চুমিয়া কয় 
সৌরভ নিয়ে তুমি 
ভুবন কর গো জয়।

ফুল বলে গান গেয়ে
যত খুশি তত নাও 
আমার এ গন্ধে ওগো
পৃথিবী ভরিয়ে দাও।।

Comments :0

Login to leave a comment