Sheikh Shahjahan

সন্দেশখালিকান্ডে আরও ৬ দিন সিবিআই হেফাজতে শেখ শাহজাহান

রাজ্য

প্রবীর দাস- বসিরহাট
৮দিনের সিবিআই হেফাজত শেষ করে শুক্রবার ফের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় সন্দেশখালি কান্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে। সেই সাথে তার ভাই শেখ আলমগীর সহ ৯ জন অভিযুক্তকেও এদিন তোলা হয় আদালতে। 
গত ৫ জানুয়ারী রেশন দুর্নীতি কান্ডের তদন্ত করতে সন্দেশখালির সরবেড়িয়ার আকুঞ্জিপাড়ায় শাজাহান শেখের বাড়িতে যায় ইডি। সেখানে গিয়ে ইডির তিন অফিসার ও সিআরপিএফ জওয়ানদের আক্রান্ত ও রক্তাক্ত হওয়ার ঘটনায় ইডির পক্ষ থেকে দায়ের করা মামলা ও ন্যাজাট থানার পক্ষ থেকে দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় শেখ শাহজাহান ও তার ভাই শেখ আলমগীর সহ ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের। ন্যাজাট থানায় দায়ের হওয়া ৮ ও ৯ নম্বর মামলার পরিপ্রেক্ষিতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলেও ৮ নম্বর মামলায় ৮ দিনের সিবিআই হেফাজত শেষ হয় শুক্রবার। এছাড়াও শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর, জিয়াউদ্দিন মোল্লা, দিদার বক্স মোল্লা, মাহফুজার মোল্লা, ফারুক আকঞ্জি, সিরাজুল মোল্লা সহ মোট নয়জনকে এদিন তোলা হয় আদালতে। সন্দেশখালির ঘটনায় অভিযুক্তদের এদিন আদালতে তোলা হলে শেখ শাহজাহান, মেহেবুর মোল্লা ও সুকমল সরদারকে ফের ৬ দিনের হেপাজতে চেয়ে আবেদন জানানো হয় সিবিআইয়ের পক্ষ থেকে। তবে সিবিআইয়ের এই আবেদনের বিরোধিতা করে জামিন দিতে সওয়াল করতে দেখা যায় শেখ শাহাজাহান সহ অভিযুক্তদের আইনজীবীদের। সেক্ষেত্রে জামিনের ঘোর বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবিকে বলতে শোনা যায়, জিয়াউদ্দিন মোল্লা, দিদারবক্স মোল্লা, ফারুক আকুঞ্জি, শেখ আলমগীর, সিরাজুল মোল্লারা শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ায় ওদেরও যথেষ্ট প্রভাব রয়েছে এলাকায়। জামিনে ছাড়া পেলে মামলার নথি নষ্ট হতে পারে। সওয়াল জবাব শেষে শেখ শাহাজাহান, মেহবুর মোল্লা, সুকমল সরদারকে আদালত ৬ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়। অন্যদিকে আদালত দিদার বক্স মোল্লা ও জিয়াউদ্দিন মোল্লাকে ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়। এর পাশাপাশি মাফুজার মোল্লা ও শেখ আলমগীরকে ৯ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় এবং ফারুক আকুঞ্জি ও সিরাজুল মোল্লাকে ৬ দিনের জেল হেফাজতের নির্দেশ বসিরহাট মহকুমার এসিজেএম।

Comments :0

Login to leave a comment