INDIA ALLAIANCE

মুম্বই বৈঠকে যোগ দিতে পারেন সোনিয়া

জাতীয়

opposition alliance india congress sonia gandhi bjp rss bengali news

চলতি সপ্তাহে মুম্বইয়ে বৈঠকে বসতে চলেছে বিরোধী রাজনৈতিক বিন্যাস ‘ইন্ডিয়ার’ নেতৃবৃন্দ। কংগ্রেস সূত্রে খবরমুম্বই বৈঠকে অংশ নিতে পারেন সোনিয়া গান্ধী। এই বৈঠক থেকে ইন্ডিয়া বিন্যাসের লোগো প্রকাশিত  হতে পারে।

মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের সভাপতি নানা পাটোলে জানিয়েছেন৩১শে আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে বিজেপি বিরোধী নেতৃত্ব মুম্বইয়ে বৈঠকে বসবেন। ২৪টি’র বেশি বিরোধী দল এই বৈঠকে অংশ নেবে। মুম্বই শহরতলীর একটি হোটেলে এই বৈঠক হবে। এই বৈঠকে সোনিয়া গান্ধী যোগ দেবেন।

প্রসঙ্গত জুন মাসে প্রথম এই বিরোধী বিন্যাস গঠনের সলতে পাকানো শুরু হয়। ওই মাসে বিহারের পাটনায় বৈঠকে বসেন বিরোধী নেতারা। তারপর বেঙ্গালুরু হয় মুম্বইএই নিয়ে তৃতীয় বিজেপি বিরোধী বৈঠকে সামিল হবেন বিজেপি বিরোধী নেতৃবৃন্দ। বেঙ্গালুরু বৈঠকে এই বিরোধী বিন্যাসের নামকরণ করা হয় ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ এলায়েন্স। সংক্ষেপে ‘ইন্ডিয়া’ ।

পাটোলে আরো জানিয়েছেনএই বৈঠক থেকে ‘ইন্ডিয়ার’ লোগো প্রকাশিত হবে। একইসঙ্গে বিজেপি বিরোধী রণনীতি এবং রণকৌশল তৈরীর কাজ গতি পাবে এই বৈঠকে।

Comments :0

Login to leave a comment