নদীর পাড়ে গাছ ধরে কুমিরের সঙ্গে লড়াই করে প্রাণ রক্ষা করলেন গৃহবধূ প্রণতি প্রামাণিক (৩৭)। জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শনিবার সকালে রুদ্ধশ্বাস এই ঘটনাটি ঘটে পাথরপ্রতিমার বনশ্যামনগর অঞ্চলের অশ্বিনী মাইতির খেয়াঘাট সংলগ্ন এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, নদীর পাড়ে বসে সুতোয় কাঁকড়া ধরছিলেন ওই গৃহবধূ। সেই সময় নদী থেকে কুমির পাড়ে উঠে তাঁকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় ওই গৃহবধূ নদীর পাড়ে থাকা একটি গাছ জড়িয়ে ধরেন। নিজের শাড়ির আঁচল দিয়ে নিজেকে গাছের সঙ্গে বেঁধে চীৎকার করতে থাকেন। গ্রামের মানুষ তাঁকে উদ্ধার করেন। জখম অবস্থায় তাঁকে স্থানীয় পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। গ্রামবাসীদের কথায়, সাহসি ওই গৃহবধূ নিজের বুদ্ধির জোরে কুমিরের সঙ্গে লড়াই করে প্রাণ বাঁচিয়েছেন।
Woman Fights Crocodile
কুমিরের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন গৃহবধূ

×
Comments :0