Adhikar Yatra

অধিকার যাত্রাকে সম্বর্ধনা পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সমিতির সদস্যদের

রাজ্য জেলা

হরিপদ মাহাতোর নিজের পায়ে হাঁটার ক্ষমতা নেই। হুইলচেয়ারই একমাত্র ভরসা। লতা মাহাতো ক্র্যাচের সাহায্য ছাড়া এক পাও হাঁটতে পারেন না। এদের মতো আরও বহু মানুষ শুক্রবার সকাল থেকে হাজির ছিলেন পুরুলিয়া বরাকর সড়কে কুস্তাউর মোড়ে। কেউ ১০ কিলোমিটার, কেউবা ১২-১৩ কিলোমিটার দূর থেকে এসেছেন। শুক্রবার সকাল থেকে তীব্র রোদ মাথায় নিয়ে অপেক্ষা করেছেন অধিকার যাত্রার পদযাত্রীদের জন্য। তারা আসার পর এগিয়ে গিয়ে পদযাত্রীদের অভিনন্দন জানাবার পর জানিয়ে দিলেন তাদের এই হকের যাত্রায় তারাও আছেন মানুষের দাবি নিয়ে। অধিকার যাত্রার পদযাত্রীদের বিভিন্ন জায়গায় থামতে হয়েছে। রাস্তার দু'ধারে অসংখ্য মানুষ দাঁড়িয়ে থেকে তাদের সম্বর্ধিত করেছেন। ছুঁড়ে দিয়েছেন ফুল। বেজেছে ধামসা মাদল। আদিবাসী প্রথায় বরণ করে আদিবাসী লোকনৃত্যের মাধ্যমে লোকশিল্পীরা পদযাত্রীদের সঙ্গে পা মিলিয়েছেন। আওয়াজ তুলেছেন অধিকার চাই, হক চাই। মাঠের আল পথ দিয়ে রাজপথে আসা মানুষজন দাবি তুললেন এ জেলায় ছেলেদের জেলাতেই কাজ চাই। ভাঁওতা নয় চাই শিল্প। পদযাত্রীরা যত এগিয়েছেন পেছনে মানুষের সংখ্যা ক্রমশ বেড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য কো - অর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা বাঁকুড়া থেকে পুরুলিয়া জেলার রঘনাথপুর মহকুমা সদরে প্রবেশ করেছিল। রাজ্য কো - অর্ডিনেশন কমিটি বাঁকুড়া জেলা সম্পাদক মনোজ ব্যানার্জী পুরুলিয়ার জেলা সম্পাদক রামাশিস অধিকারীর হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন।


অধিকার যাত্রায় পদযাত্রীদের অভিনন্দন জানাচ্ছেন পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সমিতির সদস্যরা।

শুক্রবার সকালে রঘুনাথপুর স্টেট ব্যাঙ্কের সামনে পথসভার মাধ্যমে অধিকার যাত্রা শুরু হয়। পথ সভার পূর্বে পুষ্প স্তবক এবং উত্তরীয় দিয়ে সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরীকে সংবর্ধনা জানান জেলা সম্পাদক রামাশিস অধিকারী। পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান মহকুমা সম্পাদক জয়ন্ত ঘটক। পুরুলিয়া জেলার আদিবাসী নৃত্যের মাধ্যমে অধিকার যাত্রাকে সম্বর্ধনা জানানো হয়। রঘুনাথপুর শহর থেকে রঘুনাথপুর এক ব্লক হয়ে কলেজ মোড়ে পদযাত্রার সাময়িক বিরতি হয়। তারপরে আনারা, ঝাপড়া, কুস্তাউর হয়ে পদযাত্রীরা যখন পুরুলিয়া শহরের গোশালা মোড়ে এসে পৌঁছয় সেখানে তাদের সম্বর্ধনা জানায় ১২ই জুলাই কমিটি, বীমা কর্মচারী সমিতি, নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ নার্সেস অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সমিতি। বিভিন্ন জায়গায় বক্তব্য রাখেন জয়দেব হাজরা, মৃত্যুঞ্জয় সরকার প্রমূখ কর্মচারী আন্দোলনের নেতৃবৃন্দ। 

Comments :0

Login to leave a comment