Madhyamik 2024

ডাক্তার হতে চায় সুন্দরবনের সুমনা

রাজ্য

মাধ্যমিকে নব্বই শতাংশ নম্বর পেয়ে ডাক্তার হতে চায় সুন্দরবনের সুমনা। কৃষ্ণচন্দ্র পুর হাই স্কুলের এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী সুমনা হালদার ৬৪৭ নম্বর পেয়ে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল থেকে প্রথম হয়েছে। ছাত্রীটির বাড়ি কৃষ্ণচন্দ্রপুরেরই শীতলা রোডে। ছাত্রীটির বাবা সুভাষ হালদার বাতাসা কাটে। মা গৃহবধূ। 

তিন ভাই বোনের দ্বিতীয় সন্তান সুমনা। কোন প্রাইভেট টিউশন ছাড়াই সে এই ফলাফল করেছে। তার প্রাপ্ত নম্বর বাংলাতে ৯১, ইংরেজিতে ৮৫ অংকে ৮৭, ভৌত বিজ্ঞানে ৯৭, জীবন বিজ্ঞানে ৯৮, ইতিহাসে ৯০, ভূগোলে ৯৯, কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় সে। ভবিষ্যতে ডাক্তার হতে চায়। বিদ্যালয়ের তরফ থেকে যথাসাধ্য তার পাশে থাকার চেষ্টা করা হয়েছে। 

 

Comments :0

Login to leave a comment