Sandeshkhali

সন্দেশখালি ঘটনায় হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট

জাতীয় রাজ্য

সন্দেশখালি নিয়ে হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে এখনই তারা ওই রায়ে কোন হস্তক্ষেপ করবে না। এই মামলার পরবর্তী শুনানি জুলাই মাসে, ততদিন বহাল থাকবে হাইকোর্টের রায়।

কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সন্দেশখালি ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই রায়কে চ্যালেজ্ঞ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। হাইকোর্টের পক্ষ থেকে সন্দেশখালির মহিলাদের ওপর হওয়া অত্যাচারের ঘটনার তদন্তের জন্য সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। ওই ঘটনায় ফেরার থাকার পর গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান, শিবু হাজরা। 

হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার পক্ষ থেকে ইমেইল আইডি খোলা হয়েছে যেখানে জমি দখল, মহিলাদের ওপর অত্যাচার সহ একাধিক অভিযোগ জানাতে পারছেন সন্দেশখালির মানুষজন।

শুক্রবারই তল্লাসি চালিয়ে শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল পরিমানে অস্ত্র উদ্ধার করেছেন সিবিআই আধিকারিকরা।   

Comments :0

Login to leave a comment