Uttar Pradesh

নিন্দার মুখে পড়ে ক্ষমা চাইলেন উত্তরপ্রদেশের অভিযুক্ত শিক্ষিকা

জাতীয়

দেশ জুড়ে নিন্দার মুখে পড়ে নিজের কাজের জন্য ক্ষমা চাইলেন উত্তরপ্রদেশে ছাত্রকে চড় মারার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ত্রিপ্তা ত্যাগি। সামাজিকমাধ্যমে একটি ভিডিওতে দেখা গিয়েছে যে অভিযুক্ত শিক্ষিকা নিজের কাজের জন্য ক্ষমা চাইছেন। তিনি সেই ভিডিওটিতে বলেন, ‘‘আমি একটি অন্যায় করেছি। কিন্তু এই কাজের পিছনে কোন সাম্প্রদায়িক অভিসন্ধি ছিল না। ক্লাসের ছেলেরা তাদের কাজ করে আনেনি। তারা যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ না করে তার জন্য তাদের শাস্তি দেওয়া ছিল আমার উদ্দেশ্য।’’


অভিযু্ক্ত শিক্ষিকা দাবি করেছেন তিনি প্রতিবন্দি। তিনি ভিডিওতে বলেছেন, ‘‘আমি উঠে দাঁড়াতে পারিনা। তাই ক্লাসের অন্য একটি ছেলেকে বলি যাতে সে তাকে চড় মারে।’’
শুক্রবার সামজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় উত্তরপ্রদেশের মুজফফরনগরের একটি স্কুলে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে চড় মারছে তার সহপাঠিরা। শিক্ষিকা নিজের চেয়ারে বসে আছেন। তার নির্দেশেই ক্লাসের ছেলেরা একে একে এসে মারছে। শিক্ষিকার মুখে সাম্প্রদায়িক কথাও শোনা যায় (গণশক্তি ডিজিটাল ভিডিওর সত্যতা যাচাই করেনি)।

সেই ভিডিও ভাইরাল হওয়ায় গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। অভিযুক্ত শিক্ষিকা প্রথম থেকে দাবি করছেন যে তিনি কোন সাম্প্রদায়িক মন্তব্য করেননি। তিনি নতুন ভিডিওতেও দাবি করেছেন যে কোন সাম্প্রদায়িক মন্তব্য তিনি করেননি। তিনি বলেছেন, ‘‘আমি হাত জোড় করে নিজের কাজের জন্য ক্ষমা চাইছি। তবে আমি কোন সাম্প্রদায়িক মন্তব্য করিনি।’’
এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিগ্রিহীত ছাত্রের পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর ঘটনার পর গ্রামের ওই স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ছাত্রদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।

Comments :0

Login to leave a comment