বছর ঘুরতেই ঠাসা ক্রিকেটসূচি রয়েছে ভারতীয় দলের জন্য। ৩ জানুয়ারি থেকে কেপটাউনে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট। তারপর দেশে ফিরে এই জানুয়ারি মাসেই আফগানিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে তিনটি টি-২০ ম্যাচ। এই সিরিজটি শেষ হওয়ার পর মাত্র এক সপ্তাহের বিশ্রাম নিয়েই টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে টেস্ট সিরিজ খেলতে। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ চলবে মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত।
এপ্রিল এবং মে মাসে কোনও প্রতিযোগিতা নেই। কারণ, জুনে রয়েছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। ফলে, সেই বিষয়টিকে মাথায় রেখেই সূচি তৈরি করা হয়েছে। কুড়ি বিশের বিশ্বকাপের পর জুলাই মাসে শ্রীলঙ্কা উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। লঙ্কাবাহিনীর বিরুদ্ধে ৩টি একদিনের এবং ৩টি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে তাঁরা।
তারপর বাংলাদেশ ক্রিকেট দল আসবে ভারত সফরে। ভারতের বিরুদ্ধে ২টি টেস্ট ম্যাচ এবং ৩টি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে তাঁদের। এরপর টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিন ম্যাচের এই টেস্ট সিরিজ খেলার পর ভারতীয় ক্রিকেট দল উড়ে যাবে অস্ট্রেলিয়া।
অজিদের বিরুদ্ধে আগামী নভেম্বর-ডিসেম্বর মাস পর্যন্ত ৪টি টেস্ট খেলবে ভারত।
অর্থাৎ, এই ২০২৪ সালে ভরপুর ক্রিকেট উপভোগ করবেন ক্রীড়াপ্রেমীরা।
Comments :0