কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। বুধবার সকালে কালীঘাটে শান্তিপূর্ণ ভাবে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিলেন চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীরা কালীঘাট মন্দিরের গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকলে কলকাতা পুলিশের ডিসি সাউথের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী চাকরি প্রার্থীদের হাত ধরে জোড় করে প্রজন ভ্যানে তুলতে শুরু করে। চাকরি প্রার্থীদের অভিযোগ বহু পুরুষ পুলিশ মহিলা চাকরিদের শারিরীক ভাবে নিগ্রহ করেছেন। মহিলা চাকরি প্রার্থীদের অভিযোগ তাদের জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। পুলিশ এবং আন্দোলনকারিদের ধস্তাধস্তিতে বহু চাকরি প্রার্থী আহত হয়েছেন। প্রিজন ভ্যান ছাড়া ট্যাক্সিতে করে চাকরি প্রার্থীদের সড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
দীর্ঘ আট বছর আপার প্রাইমারিতে কোন নিয়োগ নেই। কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এনেছেন চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে এর আগে বার বার রাস্তায় নেমেছেন চাকরি প্রার্থীরা। গত সপ্তাহে চাকরি প্রার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এক্সাইড চত্বর। পুলিশের গাড়ির নিচে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। এদিনও তারা পুলিশের গাড়ির নিচে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে গেলে জোড় করে পুলিশ কর্মীরা তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়।
কালীঘাট এবং যতীন দাস মেট্রো স্টেশনে জমায়েত করে চাকরি প্রার্থীরা কালীঘাটের সামনে জমায়েত করে বিক্ষোভ শুরু করেন।
Comments :0