বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল তিস্তাডম ট্যুরিষ্ট স্পেশাল ট্রেন। শুক্রবার সকালে শিলিগুড়ি জংশন ও গুলমা ষ্টেশনের মাঝে এই ঘটনা ঘটে। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ ট্যুরিষ্ট ট্রেনটি যথারীতি শিলিগুড়ি জং ষ্টেশন ছেড়ে আলিপুরদুয়ার অভিমুখে যাচ্ছিল। রেল লাইনের ১৪/৬ পিলারের কাছে আচমকা ঈঞ্জিন ও বগির মাঝে থাকা কাপলিং খুলে যায়। ঈঞ্জিন প্রায় ১০০ মিটার দূরে চলে যায়। দাঁড়িয়ে পড়ে ট্রেনের বগিগুলো। পড়ে কাপলিং ঠিক করে ট্রেন চলতে শুরু করে। আচমকা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের যাত্রীদের মধ্যে। অনেকে লাফিয়ে ট্রেন থেকে নেমে পড়েন।
ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন যাত্রীরা। ক্ষোভের সঙ্গে যাত্রীরা জানান, কেন তিস্তাডম ট্যুরিষ্টের মত এই ট্রেনে কেন এই অবস্থা হবে। গাড়ি ছাড়ার আগে গাড়ি কি পরীক্ষা করা হয় না। বিগত দুর্ঘটনা থেকে কি শিক্ষা নেয় নি রেল কতৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেলের আধিকারিকরা। ইঞ্জিন ও ভিস্তাডোমের মাঝের অংশ পরীক্ষা করে দেখা যায় কাপলিংয়ের অংশটি দুর্বলহয়ে ছিঁড়ে গিয়েছে। কাপলিং ঠিক করে ফের ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন রওনা হয় আলিপুরদুয়ার।
Comments :0